আপনজন ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারীরা পৃথক হামলায় কমপক্ষে ২৩ জনকে হত্যা করেছে। দেশটির পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। পশুপালক এবং স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষে জর্জরিত একটি এলাকার সর্বশেষ সহিংসতার ঘটনা এটি। প্লাটো রাজ্যের পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বলেছেন, বেশ কয়েকটি গ্রামে হামলায় ২১ জন কৃষক নিহত হওয়ার আগে রবিবার দুই গবাদি পশুপালককে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, ‘দুই পশুপালককে প্রথমে হত্যা করা হয়েছিল এবং দ্বিতীয় আক্রমণটি রাতে শুরু হয়েছিল। পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা হামলার কারণ অনুসন্ধান করছি।’ এক বিবৃতিতে রাজ্যের গভর্নর কালেব মুতফওয়াং বলেছেন, তিনি এই হত্যাকাণ্ডে দুঃখিত। নিরাপত্তা পরিস্থিতি ‘আশঙ্কাজনক’ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। গভর্নর বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা একটি পুরনো পরিত্যক্ত ইঞ্জিনের মতো হয়ে গেছে, যা পুনরায় চালু করা দরকার।’ এর আগে মে মাসে স্থানীয় কর্মকর্তারা বলেছিলেন, একই রাজ্যের মাঙ্গু জেলায় হামলায় শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজারের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যসহ নাইজেরিয়ার বেশ কয়েকটি অংশে জমি, সম্পদ ও পানি নিয়ে যাযাবর পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষ একটি সাধারণ ঘটনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct