আপনজন ডেস্ক: ️লিভারপুলের পর আর্সেনালের সঙ্গেও ড্র ম্যানচেস্টার সিটির। টানা দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে তিন পয়েন্ট করে পায়নি চ্যাম্পিয়নরা। তাতে শিরোপা লড়াইয়ে এখন যে পিছিয়ে পড়েছে তারা, সেটা অনুভবও করতে পারছেন পেপ গার্দিওলা। লিগ জেতার কাজটা এখন আর নিজেদের হাতে নেই।যেকারনে বাস্তবতা মেনে নিয়ে নিজেদের আর ফেভারিট মানছেন না গার্দিওলা।রবিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ম্যানসিটি। দুই দলের পয়েন্ট হারানোয় লাভ হয়েছে লিভারপুলের। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বসেছে ইয়ুর্গেন ক্লপের দল। লিভারপুলের চেয়ে সিটি এখন পিছিয়ে তিন পয়েন্টে। আর আর্সেনাল দুই পয়েন্টে।লিগের বাকি আছে আরও ৯টি করে ম্যাচ। এখনও অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।খালি চোখে তাই লিগ রেসে লিভারপুল পরিষ্কার ফেভারিট এখন। সিটিজেন বস গার্দিওলা বলেছেন সেই কথাই,’অবশ্যই তারা ফেভারিট। যারা শীর্ষে থাকে তারাই তো ফেভারিট, দ্বিতীয় আর্সেনাল এবং এরপরে আমরা।’শিরোপার লাগাম এখন আর নিজেদের হাতে নেই মানছেন গার্দিওলা,’এখন আর ব্যাপারটি আমাদের হাতে নেই। আমরা কেবল পরের ম্যাচ নিতে ভাবতে পারি। নয় ম্যাচ বাকি আছে। দেখা যাক কি হয়।’ঠাঁসা গ্যালারির সামনে বলের দখল ছিল পেপ গার্দিওলার পায়েই কিন্তু আর্লিং হালান্ডরা আক্রমণে ছিল বিবর্ণ। গোলের জন্য ১২টি শট নিয়েও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি। বিপরীতে গানাররা ছয় শটের দুটিই রেখেছিল অন টার্গেটে। তবে শিষ্যদের ওপর সন্তুষ্টি প্রকাশ করেছেন গার্দিওলা,’আমি খুশি। দলের সবাইকে বলেছি কেউ হতাশ হবে না। আমার খেলোয়াড়দের আমি চিনি এবং তাদের মানসিকতা জানি। আর্সেনাল অনেক কিছুই ঠিকঠাক করেছে এবং সেই কৃতিত্ব তাদেরকে দিতে হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct