আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ ওই উপত্যকার অধিকাংশ ভবনই বোমা মেরে মাটির সঙ্গ মিশে দিয়েছে ইহুদিবাদীরা। বর্তমানে চলছে সাময়িক যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নিলে গাজা পুনর্গঠন করা হবে। তবে এই উপত্যকা পুনর্গঠনে ৫০ বিলিয়ন ডলারের বেশি লাগবে বলে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের মূল্যায়নে তুলে ধরা হয়েছে। এরই মধ্যে গাজার ২০ লাখ বাসিন্দাকে প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আরব রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠনে প্রস্তাব তৈরি করছে। এমন পরিস্থিতির মধ্যেই জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও ইউরোপিয়ান ইউনিয়ন এমন তথ্য প্রকাশ করলো। গাজা ও পশ্চিম তীরের অন্তর্বর্তীকালীন দ্রুত ক্ষয়ক্ষতি ও চাহিদা মূল্যায়ন মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে বলা হয় ৮ অক্টোবর ২০২৩ থেকে ৮ অক্টোবর ২০২৪ সালের মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় ৪৯ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
গবেষকরা মনে করছেন, আগামী ১০ বছরে ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য ৫৩ দশমিক ২ বিলিয়ন ডলার প্রয়োজন, যার মধ্যে প্রথম তিন বছরেই মোট পরিমাণের প্রায় ২০ বিলিয়ন ডলার প্রয়োজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct