আপনজন ডেস্ক: গাজা উপত্যকার রাফা সীমান্ত ক্রসিং শনিবার আবারও খুলবে, যা মিসরের সঙ্গে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ প্রবেশপথ। যুদ্ধবিরতি চুক্তির অধীনে চতুর্থ দফার বন্দি ও জিম্মি বিনিময় সম্পন্ন হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হবে। এক হামাস কর্মকর্তা ও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এএফপি শুক্রবার এ তথ্য জানিয়েছে।
রাফা সীমান্ত ছিল গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অন্যতম প্রধান পথ।
তবে গত বছরের মে মাসে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি পাশ দখলে নেওয়ার পর থেকে এটি বন্ধ রয়েছে। মিসরসহ বিভিন্ন দেশ ও ত্রাণ সংস্থাগুলো একাধিকবার এর নিন্দা জানিয়েছে।
হামাস কর্মকর্তা বলেছেন, ‘মধ্যস্থতাকারীরা হামাসকে জানিয়েছে, ইসরায়েল রাফা সীমান্ত শনিবার খুলতে সম্মত হয়েছে, বন্দি বিনিময়ের চতুর্থ দফা শেষ হওয়ার পর।’
সূত্রটি আরো জানিয়েছে, গাজায় আহতদের সরিয়ে নেওয়ার কাজও এই সীমান্ত দিয়ে সম্পন্ন হবে, যা গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির অংশ।
এদিকে হামাসশাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম দফায় অসুস্থ ব্যক্তিদের একটি দল শনিবার চিকিৎসার জন্য মিসরে পাঠানো হবে। গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাফা সীমান্তে তাদের পর্যবেক্ষণ মিশন আবারও শুরু করার সিদ্ধান্ত নেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct