জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: কলকাতার পর এবার চুঁচুড়া প্রোমোটারের দোষে বিপদের মুখে পপড়তে চলেছে ২ তলা বাড়ি। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম গার্ডেনরিচের একটি নির্মীয়মান বাড়ি ভেঙে বেশ কয়েকজনকে মারা যেতে, আবারো তার পুনরাবৃত্তি হতে চলেছে হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি চুঁচুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের খাদিনা মোড় সংলগ্ন একটি ইলেকট্রনিক শোরুম এর পাশে ফাঁকা জায়গায় চলছিল প্রমোটিং কাজ। কাজ চলাকালীন জেসিবি দিয়ে মাটি খুঁড়তে গিয়েই হয় বিপত্তি, পাশের একটি দোতলা বাড়ির ভিত থেকে বিশাল ফাটল দেখা যায়। ফাটল সৃষ্টি হয় দোতলা বাড়িতেও। জানা যাচ্ছি একদিন আগেই জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় পাশের দোতলা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পড়ে যায়। তারপরেও কাজ চলতে থাকে। রীতিমতো সীমানা প্রাচীরের ধার থেকে দোতলা বাড়ির ভিতের গোড়া অব্দি, মাটি সরে যায় বলেই জানা যাচ্ছে। দোতলা বাড়িতে শুধুমাত্র দুজন মহিলার বাস করেন। বাড়ি মালিক জানান যখন প্রোমোটিং এর কাজ হচ্ছে তখন কোন ছাড় না দিয়ে কি করে আমাদের সীমানার গা থেকে মাটি কাটতে পারে। এলাকায় এসে পৌঁছান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না অধিকারী। তিনি বলেন, সত্যিই খুব বিপদজনক অবস্থা। খবর পেয়ে এলাকায় এসে পৌঁছান চুচড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, পুলিশকে জানিয়েছি এবং পৌরসভা কেও জানিয়েছি, প্রোমোটারের বাড়ির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও পরিস্থিতি ঘোরালো হওয়ার আশঙ্কায় এলাকা ছেড়ে পালায় প্রোমোটার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct