আপনজন ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, ২০২৩ সালের মার্চে শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে প্রায় ৮০০ কোটি টাকারও বেশি পেমেন্ট সংক্রান্ত প্রতারণা হয়েছে। মার্চে মোট ৩৩৩ কোটি টাকার পেমেন্ট জালিয়াতি হয়েছে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত, সাত মাসে প্রায় ১,৭৫০ কোটি টাকার অনলাইন পেমেন্ট জালিয়াতি হয়েছে। এমনটাই রিপোর্ট করেছে বিভিন্ন ব্যাঙ্ক এবং পেমেন্ট অপারেটররা। গত কয়েক মাসে অনলাইন লেনদেনের প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন প্রতারণার সংখ্যা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct