চন্দনা বন্দ্যোপাধ্যায় , বকখালি, আপনজন: বকখালি ও ফ্রেজারগঞ্জে ভাঙ্গন, ইতিহাস বিজাড়িত ফ্রেজার সাহেবের বাংলো রক্ষার দাবী এলাকাবাসীর।দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের বকখালি, যা একটি টুরিস্ট স্পট হিসাবে বিখ্যাত। আর সেই বকখালিতে হঠাৎ করে ধ্বস,আতঙ্কে ফ্রেজার গঞ্জের মানুষজন,গত ২-৩ দিন আগে থেকে ভাঙ্গন শুরু হয়েছে। যদিও ইতিমধ্যেই প্রশাসন জরুরী ভিত্তিতে কাজে হাতে লাগিয়েছে।এখন একটাই প্রশ্ন ব্রিটিশ আমলে তৈরি হওয়া ফ্রেজার সাহেবের এই বাংলো কিছুটা হলেও রক্ষা করা যাবে তো?ইতিমধ্যে বাংলোর পাশেই নদীবাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। এলাকাবাসীদের দাবি যখন দেশ স্বাধীন হয়নি ব্রিটিশরা রাজত্ব চালাচ্ছে তখন ফ্রেজার সাহেব এই বকখালিতে এসেছিলেন আর থাকার জন্য একটি বাংলো তৈরি করেন। দেশ স্বাধীন হওয়ার পর ব্রিটিশরা বিতাড়িত হয়েছে কিন্তু সেই বাংলো সংস্কারের কোন দায়িত্ব নেয়নি সেই থেকে প্রশাসন।আর তাই ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাচ্ছে এই হেরিটেজ বাংলো।
বর্তমানে বাংলোর অস্তিত্ব বিলুপ্তের পথে,জরাজীর্ণ অবস্থায় ধীরে ধীরে ভেঙে পড়ছে, ঘরের মধ্যে গজিয়ে উঠেছে বড় বড় বট অশ্বথগাছ।ভ্রমণ পিপাসু মানুষ দের দাবি,এই বাংলো টিকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করে সংস্কার করা হোক।এখন বিল্ডিং রক্ষা করবে না নদী বাঁধ রক্ষা করে বকখালীর মানুষকে বাঁচাবে সেটাই বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct