আপনজন ডেস্ক: তাঁকে মনে রাখার জন্য আলাদা করে কোনো বিশেষণের দরকার হয় না। এত সেঞ্চুরি, এত রান, এত রেকর্ড, এত অর্জন—শচীন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি। কিন্তু চাঁদেরও কলঙ্ক থাকে, আর তিনি তো ক্রিকেটার টেন্ডুলকার।
তা ভারতীয় ক্রিকেট কিংবদন্তির ‘কলঙ্ক’টা কী? জানতে হলে অধিনায়ক হিসেবে টেন্ডুলকারের রেকর্ডটা দেখতে হবে আপনাকে। ৭৩ ওয়ানডেতে ২৩ ম্যাচ জিতেছেন আর ২৫ টেস্টে নেতৃত্ব দিয়ে তাঁর জয় শুধু ৪টি। এমন পরিসংখ্যান দেখার পর আপনার মনেই হতে পারে, টেন্ডুলকারই কি ইতিহাসের সবচেয়ে বাজে অধিনায়ক? উত্তর হচ্ছে ‘না’। টেস্টে শতকরা জয় হিসাব করলে টেন্ডুলকারের চেয়ে পিছিয়ে আছেন ভারতেরই একজন—কপিল দেব।
অন্তত ২৫ টেস্টে অধিনায়কত্ব করাদের মধ্যে শতাংশের হিসাবে সবচেয়ে পিছিয়ে অবশ্য নিউজিল্যান্ডের জন রিড। ৩৪ ম্যাচে অধিনায়কত্ব করে মাত্র ৩টিতে জিতেছেন তিনি, শতাংশের হিসাবে যা ৮.৮২। রিডের পরেই কপিল দেব। ভারতকে ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে কপিলের জয় ৪টি, শতাংশের হিসাবে যা ১১.৭৬। টেন্ডুলকার তাই নেতৃত্ব দেওয়ার সংখ্যায় সমান থাকলেও কপিলের চেয়ে এগিয়েই আছেন এদিক থেকে—তাঁর জয়ের শতাংশের হার ১৬। ভারতীয়দের মধ্যে অধিনায়ক হিসেবে টেস্টে জয়ের শতাংশে সবচেয়ে এগিয়ে আছেন এমন একজন, যাঁকে সব সময়ই টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে হয়তো তিনি পিছিয়েই থাকবেন। কিন্তু অন্তত অধিনায়কত্বের দিক দিয়ে বিরাট কোহলি এগিয়ে আছেন টেন্ডুলকারের চেয়ে। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে ৪০টিতেই জিতিয়েছেন কোহলি, জয়ের শতাংশ হিসাবে তা ৫৮.৮২।
সব দেশ মিলিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে জয়ের শতাংশের হিসাবে সবচেয়ে সফল অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ। ৫৭ ম্যাচে অজিদের নেতৃত্ব দিয়ে ৪১টিতে জিতেছেন, জয়ের শতাংশে যা ৭১.৯২।
টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করেছেন কে? দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, ১০৯ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৫৩টিতে জিতিয়েছেন। স্মিথ ছাড়া আর কেউই ১০০ টেস্ট অধিনায়কত্ব করেননি। তালিকার দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ৯৩ ম্যাচে জিতেছেন ৩২টি।
অন্তত ২৫ টেস্ট অধিনায়কত্ব করেছেন সফলতার এমন মানদণ্ড ধরে করা তালিকায় বাংলাদেশের নাম পাওয়া গেল একটিই—মুশফিকুর রহিম। তিনি ছাড়া আর কেউ যে এত ম্যাচে নেতৃত্বই দেননি। ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ৭টিতে জিতেছেন মুশফিক। তালিকার দুইয়ে আছেন সাকিব আল হাসান, ১৯ টেস্টে ৪ জয় এনে দিয়েছেন তিনি। জয়ের শতাংশের দিক থেকে অবশ্য টেন্ডুলকারের চেয়ে এগিয়েই আছেন সাকিব!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct