সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাখী বন্ধনে অভিনব উদ্যোগ বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের, সবুজ রক্ষার বার্তার জন্য এই ভ্রাতৃত্ব বন্ধন কে পাথেয় করে গাছের গায়ে রাখী পরালেন বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ এবং বিষ্ণুপুর থানার আইসি অতনু সাঁতরা। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখী বন্ধন উৎসব পালন করার জন্য। একইভাবে এই রাখী বন্ধন উৎসবকে হাতিয়ার করে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগ গাছের গায়ে রাখী বাঁধলেন, মানবজাতিকে বার্তা দিতে চাইলেন গাছ বাঁচানোর জন্য সকলকে সঙ্গবদ্ধ হতে হবে। বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, আমরা যাকে রাখী পড়াই তার শুভেচ্ছা, সে যাতে ভালো থাকে, সবাই একসাথে থাকুক একইভাবে গাছও যাতে ভালো থাকে, বন, বন্যপ্রাণী সব মিলিয়ে একটা ভালো প্রাকৃতিক পরিবেশ ইকোসিস্টেমের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে এটাই আমরা বার্তা দিতে চাই ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct