এহসানুল হক, বসিরহাট, আপনজন: প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে অনুষ্ঠিত হতে চলেছে শেখ শাহজাহান ফ্যান ফুটবল টুর্নামেন্ট ২০২২। সন্দেশখালি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও সন্দেশখালি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় প্রতিবছরের মতো এ বছরও সন্দেশখালি ঋষি অরবিন্দ মিশন ময়দানে অনুষ্ঠিত হবে ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা।আগামী ৩,৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্ট ের ঘিরে সন্দেশখালি এলাকা জুড়ে এক উৎসবের মেজাজ তৈরি হয়। সন্দেশখালি এক ও দুই নম্বর ব্লকের মোট ১৬ টি অঞ্চল নিয়ে আঞ্চলিক এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেই ফুটবল টুর্নামেন্টের আজ শুক্রবার কাঠি পড়ল। লটারির মাধ্যমে কোন অঞ্চলের সঙ্গে কোন অঞ্চলের খেলা হবে তা সিদ্ধান্ত হয় এ দিন। পাশাপাশি খেলার মাঠে কোন ত্রুটি রয়েছে কিনা বা খেলার মাঠে পর্যাপ্ত লোকজন ও দর্শকদের কিভাবে বসানো হবে, সেই সংক্রান্ত বিষয়ে আজ মাঠ পর্যবেক্ষণ করেন সন্দেশখালি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শেখ শাহাজান, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, যুব তৃণমূল নেতা শেখ আলমগীর সহ আরো অনেকে। এদিন এই মাঠ পরিদর্শন ও লটারিতে অংশ নেয় সন্দেশখালি এক ও দুই নম্বর ব্লকের শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকরা শেখ শাহাজাহান বলেন, ‘দুর্গাপূজো কালীপুজো জগদ্ধাত্রী পুজোর পর সন্দেশখালিতে সেরকম ভাবে আর কোন অনুষ্ঠান হয় না। তাই এই ফুটবল অনুষ্ঠানের মাধ্যমে সন্দেশখালীর মানুষ তিন দিন ধরে উৎসবের আনন্দে মেতে ওঠেন, হিন্দু মুসলমান সমস্ত শ্রেণীর মানুষেরা এই ফুটবল টুর্নামেন্ট দেখতে ভিড় জমায়, ফুটবল টুর্নামেন্ট নিয়ে সন্দেশখালি এলাকা জুড়ে বসে বিশাল মেলা, কটা দিন এলাকার মানুষ আনন্দের মধ্যে কাটায়।
এদিন বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন বিজেপির শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে। আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে সন্দেশখালীর মাটিতে বাস করি। আমাদের মধ্যে নেই কোন ভেদাভ। আমাদের মধ্যেই ভেদাভেদ নষ্ট করতে এলে ছেড়ে কথা বলবো না। মানুষকে জনসংযোগ দিতে মানুষের সঙ্গে সুদূরীয় সম্পর্ক গড়ে তুলতে এই বিশেষ খেলার আয়োজন বলে জানান তিনি। এদিন যুব তৃণমূল নেতা আলমগীর জানান, যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সন্দেশখালিতে আমরা তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি ১৬ দলীয়। সকল মানুষকে এই সুন্দর মুহূর্ত দেখার জন্য আহবান জানাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct