মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানে এক অন্যরকম কালীপুজো দেখল। পূর্বস্থলীর বিদ্যানগরে আয়োজিত হয় চুনোকালীর পূজা। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় এ পুজো অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার, বিকেল সাড়ে চারটায় মৎস্যজীবী পরিবারের তিন গৃহবধূ যশোদা মন্ডল, প্রতিমা হালদার ও বন্দনা হালদার মশাল প্রজ্বালনের মাধ্যমে ২৪তম চুনো বিলে কালির পুজার সূচনা করেন।
পুজোয় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কার্ফা, কালনা হাসপাতালের প্রাক্তন সুপার কৃষ্ণচন্দ্র বড়াই সহ প্রমুখ।
বিদ্যানগরের এই বিশেষ পূজার আসর তৈরি করেন মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা, যাদের অধিকাংশই বাগদি সমাজের। দেবীর নামে ১২ রকমের মাছের ভোগ নিবেদন করা হয়। এ ভোগের মাছ তাঁদের নিজ জালে খাল-বিল থেকে সংগৃহীত। বিশেষ ভাজা কাঁকড়া, সোনা খড়কে মাছ, মৌরলা, পুঁটি, ল্যাটা, বেলে, ও এক বিশেষ ধরনের মাছের টক রান্না করা হয় দেবীর নৈবেদ্য হিসেবে।
চুনো মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বলেই গ্রামবাসীদের মুখে মুখে কালী হয়ে উঠেছেন “চুনোকালী” বা “বিলেকালী”।
এই বিশেষ পুজোর খবর মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি এই উৎসব উপলক্ষে একটি কবিতা রচনা করে পাঠিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct