আপনজন ডেস্ক: ২০২৫ সালের হজযাত্রা নিয়ে দেশের বিভিন্ন রাজ্য হজ কমিটি তৎপর হয়েছে। রাজ্য হজ কমিটি সূত্র জানিয়েছে, ২০২৫ সালের পশ্চিমবঙ্গের হজযাত্রী প্রথম উড়ান ছাড়বে ২৯ এপ্রিল। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়বে হজযাত্রীদের নিয়ে এই উড়ান। আর শেষ উড়ান ছাড়বে ৩০ মে।
অপরদিকে হজযাত্রা শেষে সৌদি আরব থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরতি প্রথম উড়ান আসবে ১১ জুন। আর ফিরতি শেষ বিমান ১০ জুলাই। মঙ্গলবার রাজ্য হজ কমিটির উদ্যোগে এ বিষয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয় নিউ টাউনের মদীনাতুল হুজ্জাজে। এই দিনের এই আলোচনায় সভায় উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান, রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দফতরের প্রধান সচিব ড. পি বি সালিম, রাজ্য সংখ্যালঘু দফতরের কমিশনার শাকিল আহমেদ, উত্তর ২৪ পরগনা জেলা শাসক শরদ দ্বিবেদী, রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি সহ রাজ্য হজ কমিটির সদস্যবৃন্দ। পুলিশ প্রশান সহ এয়ারপোর্ট অথরিটি, পিডব্লিউডি, সিআইএসএফ, ইমিগ্রেশন, কলকাতা পুরভা, কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট, এনকেডিএ হিডকো, বিমান সংস্থা-সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা অংশ নেন। উল্লেখ্য, এ বছর কলকাতা বিমানবন্দর থেকে রাজ্যের মোট ৮৯০০ হজযাত্রী হজে যাবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct