এহসানুল হক, বসিরহাট, আপনজন: হাড়োয়া সব থেকে রেকর্ড ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস, আমি শুনছি এখানে নাকি আইএসএফ দাঁড়িয়েছে, এদের সমাজের কোন কাজ নেই, সিপিএম কখনও আইএসএফকে ধরে আবার কখনও কংগ্রেসকে ধরে। কি আর বলব পায়ের জোর নেই যাদের তারা আবার জোট করেছে এখানে। এভাবেই হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের প্রচার সবায বুধবার একথা বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষের কাজ এরা করে না, বাংলার মানুষ তাকিয়ে রয়েছে এই উপনির্বাচনের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যেভাবে তারা অপমান করেছে বিরোধীরা তার জবাব মানুষ দেবে । বিজেপির কথা কি আর বলবো তারা তো ধর্মের সুড়সুড়ি দেয়। এই লড়াই নরেন্দ্র মোদিকে দেশ থেকে তাড়ানোর লড়াই, তাই সবাইকে এই লড়াইয়ে অংশীদার হতে অনুরোধ করবো, যদি একটি ভোট না দেন তাহলে বুঝব আপনি বিজেপিকে সুবিধা করতে চাইছেন। হাড়োয়ায় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচারে এসে এমনই করা ভাষায় আক্রমণ করলেন বিরোধীদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, বসিরহাট সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরহাট আই এনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ, তৃণমূলের কৃষক সংগঠনের জেলা সভাপতি তরিকুল আলম বাপি সহ একাধিক বিশিষ্ট জনেরা। উপনির্বাচনে হাড়োয়া বিধানসভা এলাকায় ২৭৯ টা বুথে প্রচারে অনেকখানি এগিয়ে তৃণমূল। বিধানসভা কেন্দ্র হাড়োয়া হলেও এই কেন্দ্রের অধিকাংশটাই পড়ছে বারাসত ২ এবং দেগঙ্গা ব্লকের মধ্যে। ২টি ব্লকই বারাসত সদর মহকুমার অন্তর্গত। প্রয়াত হাজি নুরুল ইসলমের ছেলে, তৃণমূলের প্রার্থী রবিউল ইসলাম বলেন, প্রচারে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। হাড়োয়ার দু’বারের বিধায়ক হয়ে বাবা এলাকার উন্নয়নে যে কাজ করে গেছেন তাতে আমাকে মানুষ সাদরে গ্রহণ করছেন সব গ্রামেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct