আপনজন ডেস্ক: জফরা আর্চারের করা ইনিংসের প্রথম বলটাতেই পুল করে ছক্কা মেরে দিলেন সঞ্জু স্যামসন। ওভারের শেষ দুই বলে সেই স্যামসন ছক্কা-চারে নিলেন আরও ১০ রান। ১৬ রানের প্রথম ওভার।
দ্বিতীয় ওভারে স্যামসনের বিদায়ের পর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন ভারতের আরেক ওপেনার অভিষেক শর্মা। ১৮তম ওভারে এই বাঁহাতি ফিরলেন একগাদা রেকর্ড সঙ্গী করে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৫৪ বলেই ১৩৫ রান করেছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়া অভিষেক ছক্কার রেকর্ডও ভেঙেছেন, মেরেছেন ১৩টি ছক্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়া অভিষেক ছক্কার রেকর্ডও ভেঙেছেন, মেরেছেন ১৩টি ছক্কা।
আগেই সিরিজ জিতে নেওয়া ভারত ৯ উইকেট হারিয়ে করে ২৪৭ রান। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের এটিই সর্বোচ্চ। আর ১ রান পেলেই ইংল্যান্ডের বিপক্ষে সব দল মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা ছুঁতে পারেনি ভারত। ২০১৩ সালে সাউদাম্পটনে ২৪৮ রান করেছিল অস্ট্রেলিয়া।
রান তাড়ায় ১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে ১৫০ রানে হেরেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে রানের হিসাবে ইংল্যান্ডের এটিই সবচেয়ে বড় হার। আগের রেকর্ডটাও ভারতের বিপক্ষেই ছিল, ২০১২ বিশ্বকাপে কলম্বোয় ৯০ রানে। দুটি রেকর্ড ভাঙা অভিষেক ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও অল্পের জন্য নিজের করে নিতে পারেননি। ৩২ বলেই ৯৪ রান করে ফেলা অভিষেকে হুমকির মুখে ফেলেছিলেন রোহিত শর্মার ৩৫ বলে করা সেঞ্চুরির রেকর্ডকে। তবে পরের দুই বলে রান নিতে না পেরে সেই সুযোগ হারানো অভিষেক সেঞ্চুরি ছুঁয়েছেন ৩৭তম বলে। ভারতের হয়ে যা এই সংস্করণে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
১৮তম ওভারের দ্বিতীয় বলে আদিল রশিদকে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডে শুবমান গিলকে দুইয়ে নামিয়ে দেন অভিষেক। ২০২৩ সালে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৬ রান করেছিলেন গিল।
এর আগে ইনিংসের ১১তম ছক্কাটি মেরে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন অভিষেক। ১০টি করে ছক্কা মেরে এত দিন রেকর্ডটা ভাগাভাগি করেছেন রোহিত শর্মা, সঞ্জু স্যামসন ও তিলক বর্মা।
ভারতের ইনিংসে অভিষেকের পর ১৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন শিবম দু্বে। রান তাড়ায় ১০.৩ ওভারেই ৯৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অর্ধেকের বেশি রানই করেছেন ওপেনার ফিল সল্ট (২৩ বলে ৫৫)। ২৫ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মোহাম্মদ সামি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৪৭/৯ (অভিষেক ১৩৫, দুবে ৩০, বর্মা ২৪; কার্স ৩/৩৮, উড ২/৩২)। ইংল্যান্ড: ১০.৩ ওভারে ৯৭ (সল্ট ৫৫, বেথেল ১০; শামি ৩/২৫, অভিষেক ২/৩, দুবে ২/১১, চক্রবর্তী ২/২৫)। ফল: ভারত ১৫০ রানে জয়ী। সিরিজ: ৫–ম্যাচ সিরিজে ভারতে ৪–১–এ জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অভিষেক শর্মা ম্যান অব দ্য সিরিজ: বরুণ চক্রবর্তী
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct