আপনজন ডেস্ক: নভেম্বর মাস থেকে অসমরে সব সরকারি মাদ্রাসা বন্দ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের বিজেপি সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানাল সংখ্যালঘু সংগঠন জামায়াতে ইসলামি হিন্দের কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ।
এ ব্যাপারে এক প্রেস বিবৃতিতে জামায়াতে ইসলামি হিন্দের কেন্দ্রীয় শিক্ষা পর্যদের চেয়ারম্যান নুসরাত আলি বলেন, একদিকে জাতীয় শিক্ষানীতির অধীনে শিক্ষার সার্বজনীনতা এবং সামাজিক ও শিক্ষাক্ষেত্রে পশ্চাদপদ শ্রেণির সঙ্গে সংযুক্ত করার কথা সরকার বলছে, আর অন্যদিকে আসামের বিজেপি সরকার মাদ্রাসাগুলিতে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে মুসলিম বিরোধী নীতিকে গ্রহণ করছে। করোনো মহামারীর সময় কেন্দ্র সরকার একটার পর একটা জনস্বার্থ বিরোধী আইন পাশ করার পদক্ষেপ নিয়েছে, একইভাবে আসামের বিজেপি সরকার জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে।
এটিকে সরকারের নিন্দনীয় কার্যকলাপ বলে অভিহিত করে নুসরাত আলি রাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের জন্য হাজার হাজার মাদ্রাসা পড়ুয়াদের পড়াশোনায় ছেদ পড়বে । সেইসঙ্গে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা চাকরি বিহীন হয়ে পড়বেন। এই প্রসঙ্গে জাতীয় সংখ্যালঘু কমিশন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের উচিত আসাম সরকারের এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে দৃষ্টি আকর্ষণ করা। তাই তিনি এই সিদ্দান্ত প্রত্যাহারের দাবি জানান অসম সরকারের কাছে।
নুসরত অভিযোগ করেন,বর্তমান অসম সরকার একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে রাজনৈতিক ফায়দা তুলতে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জামায়াতে ইসলামি হিন্দের প্রেস বিবৃতি:
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct