আপনজন ডেস্ক: নগদ অর্থ কেলেঙ্কারির অভিযোগে তৃণমূল নেতা মহুয়া মৈত্র ও ব্যবসায়ী দর্শন হিরানন্দানির বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।সূত্রের খবর, সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দু-তিন দিন আগে ইডির মামলা রুজু হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) দেওয়ানি ধারায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং এই মামলায় মৈত্র ও দুবাইয়ের ব্যবসায়ী হিরানন্দানিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। গত মাসে এফআইআর দায়েরের পর পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মৈত্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে পুনরায় মনোনীত করেছে।সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, লোকপালের নির্দেশে সিবিআই হিরানন্দানি ও হিরানন্দানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। গত ডিসেম্বরে অনৈতিক আচরণের জন্য মহুয়া মৈত্রকে বহিষ্কার করেছিল লোকসভা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct