আনোয়ার হোসেন, হলদিয়া, আপনজন: হলদিয়ায় অনুষ্ঠিত হলো জেলা ইজতেমা।হলদিয়ার তবলীগী জামাত কমিটির তত্ত্বাবধানে এই সভা অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য উদ্যোক্তা হিসাবে ছিলেন মুফতি আতাউর রহমান সাহেব, মাওলানা ওবাই দুল্লাহ, কারী নইম আলী্
তিনদিন ধরে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তিনদিনে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। শুক্রবার ৩১শে জানুয়ারির সকাল পাঁচটা থেকে শুরু হয়। শেষ হয় রবিবার দুপুর বারোটায়। এই ইজতেমায় নন্দীগ্রাম, পাঁশকুড়া, নন্দকুমার, কাঁথি, এগরা, ময়না পশ্চিম পাঁশকুড়া,পশ্চিম মেদিনীপুরের কেশপুর অঞ্চল সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সমাবেশ হলদিয়া এই প্রথম আম জনতার মধ্যে প্রবল উদ্দীপনা ছিল, যা চোখে পড়ার মতো। কারণ এর আগে কোনদিন এত বড় ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়নি। এই সমাবেশকে সফল করার জন্য প্রায় এক মাস ধরে জামাতকর্মীরা বিভিন্ন গ্রাম থেকে বাঁশ, কাঠ, চাল, ডাল, খড়, অর্থ বিভিন্ন উপকরণ সংগ্রহ করে। সেই সঙ্গে বিভিন্ন গ্রামের মানুষ জামাত কর্মীদের সহযোগিতা করে এই মাহফিলকে সাফল্য করার জন্য,বিভিন্ন অরাজনৈতিক গণসংগঠন এই সমাবেশ কে সাফল্য করার লক্ষ্যে তারাও সহযোগিতা করে। এই সমাবেশের বক্তব্য রাখেন মুফতি আসলাম আতাউর রহমান সাহেব প্রমুখ। স্থানীয়রা জামাতিদের খিদমতে লিপ্ত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct