সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: সুন্দরবনের বৃহত্তম ক্যানিং মহকুমা হাসপাতাল। যেখানে প্রতিদিনই জেলার ক্যানিং ১, ক্যানিং ২, বাসন্তী, গোসাবা, জীবনতলা, বারুইপুর, জয়নগর, কুলতলি সহ উত্তর ২৪ পরগনার হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি সহ বিভিন্ন প্রান্তের হাজার হাজর মানুষ চিকিৎসা পরিষেবার জন্য আসে।ক্যানিং মহকুমা হাসপাতালে দুটি বিভাগ রয়েছে।দুটি বিভাগের মধ্যে মাতৃমা বিল্ডিং এর সামনে পানীয় জলের একটি ট্যাপ রয়েছে। সেখানে পানীয় জল থাকলেও পুরাতন বিল্ডিংয়ের জরুরী বিভাগ বর্হিঃবিভাগ সংলগ্ন পানীয় জলের ট্যাপ এমনকি টিউবওয়েল দীর্ঘদিন যাবত অকেজো হয়ে রয়েছে। সাধারণ রোগী ও তাদের পরিবার পরিজনদের অভিযোগ হাসপাতালে কল আছে জল নেই,কর্তৃপক্ষ উদাস। যার ফলে দীর্ঘদিন ক্যানিং মহকুমা হাসপাতালে পানীয় জলের সংঙ্কট চলছে। রোগীর পরিবার পরিজনদের আরো অভিযোগ প্রয়োজন এবং তেষ্টা মেটাতে প্রতিদিনই শতাধিক টাকার পানীয়জল কিনতে হয়।অনেক সময় সকাল থেকে দুপুর পর্যন্ত আউটডোরে লাইনে দাঁড়াতে। জল তেষ্টা পেলে কিনে আনতে হয়।
মহকুমা হাসপাতালে পানীয় জল সঙ্কট প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর সাংগঠনিক জেলার বস্তি উন্নয়ন সমিতির কনভেনার সমীর মন্ডল জানিয়েছেন, প্রতিদিনই একজন রোগীর তিন থেকে সাড়ে তিন লিটার জল প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতে রোগীর পরিবার পরিজনদের গাঁটের কড়ি খরচ করতে হয়।যিনি সুপার রয়েছেন তিনি নিরব। সম্ভবত গ্রামের মানুষদের প্রতি তাঁর অবহেলা।’
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডাঃ পার্থসারথী কয়াল জানিয়েছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধান করার জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct