নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ২৬-২৭ ডিসেম্বর, ২০২৪, রাজধানী দিল্লিতে আয়োজিত দুই দিনের নির্বাচনী অধিবেশনে অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৮ মেয়াদের জন্য সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। দেশের প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধিরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
নির্বাচনে দ্বিতীয় বারের মতো এআইআইটিএ-র সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষক শেখ আব্দুর রহিম। তাঁর নেতৃত্বে সংগঠনের আদর্শ ও কার্যক্রম আরও প্রসারিত হবে বলে ষংগঠনের শীর্ষ নেতৃত্ব মনে করছেন। এই অধিবেশনে সহ-সভাপতির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের আলিয়া ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ও শিক্ষাবিদ ড. আয়াতুল্লাহ ফারুক। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে তাঁর ভূমিকা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা করছে এআইআইটিএ।
রাজ্য নেতৃত্বে নতুন দায়িত্ব পশ্চিমবঙ্গের এআইআইটিএ সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ মহবুল হক এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. আমিনুল ইসলাম।
নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি শেখ আব্দুর রহিম বলেন, “এআইআইটিএ শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন। শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক সুদৃঢ় করা, এবং সমাজের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য।” এই নির্বাচন শুধুমাত্র একটি দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া নয়, বরং একটি নতুন দিগন্তের সূচনা। শেখ আব্দুর রহিমের দ্বিতীয়বার নির্বাচিত হওয়া এবং প্রফেসর আয়াতুল্লাহ ফারুকের সহ-সভাপতি পদে অভিষেক শিক্ষাবিদদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। এআইআইটিএ-র নেতৃত্বে ভারতীয় শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সবাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct