নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে আবাস যোজনার সঠিক নামের তালিকা সরজমিনে জেলাশাসক নিজে খতিয়ে দেখলেন বাড়ি বাড়ি গিয়ে। উপভোক্তাদের নামের তালিকা দেখে ঘর বাড়ি চিহ্নিত করলেন স্বয়ং জেলাশাসক। রাজ্যের একাধিক জেলায় যখন আবাস যোজনার নামের তালিকা দিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, কখনো বিরোধীরা আবার কখনো সাধারণ গ্রামবাসীরা সরব হচ্ছেন, সেই সময় নজির গড়লেন এই জেলা শাসক। এই দুর্নীতি ঠেকাতে মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন। প্রতিটা জেলার জেলাশাস , মহকুমা শাসককে নির্দেশ দিয়েছিলেন সঠিক উপভোক্তা যেন আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত না হয়। এবার খোদ উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, সন্দেশখালি ১, নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেন সহ প্রশাসনিক আধিকারিকরা রবিবার বেরমজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া ,খাসদহ সহ একাধিক গ্রামে কখনো টোটো অথবা অটো চড়ে ,আবার কখনো পায়ে হেঁটে প্রত্যন্ত সুন্দরবনের গ্রামবাসীদের সাথে কথা বললেন। ২০১৮ সালের আবাস যোজনা নামের তালিকা নিয়ে জেলাশাসক পৌঁছে গেলেন ঘরের দুয়ারে। বিভিন্ন গ্রাম ঘুরে উপভোক্তাদের সঙ্গে কথা বললেন জেলা শাসক।কখনো মহিলা কখনো আবার পুরুষ তাদের বক্তব্য লিপিবদ্ধ করলেন এবং আশ্বাস দিলেন সঠিক উপভোক্তা যারা হবেন তারা আবাস যোজনার ঘর পাবেন। তার জন্যই রবিবার আমাদের এই জেলায় ভিজিট। গ্রামবাসীদের কথা দিলেন ২০১৮ সালের সঠিক নামের তালিকায় অনুযায়ী উপযুক্ত ঘর পাওয়ার যোগ্য যারা তারাই আবাস যোজনা ঘর পাবেন ,অযোগ্যদের নামের তালিকা কাটা যাবে। এবার যে রাজ্য সরকার আবাস যোজনার নিয়ে কোন দুর্নীতি অভিযোগ শুনবে না তোমার রবিবার এই জেলা শাসকের সরজমিনে নামের তালিকা খতিয়ে দেখার মধ্য দিয়ে তা স্পষ্ট হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct