জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: সোমবার অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে জেলা কার্যালয় ধুপগুড়ি বিজ্ঞান মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্য ও জেলা ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, সংগঠনের চেয়ারম্যান মাষ্টার মাইনুল ইসলাম, সভাপতি মাওলানা ওলিউল্লাহ বিশ্বাস, সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান। বক্তব্যের মাধ্যমে বক্তারা বলেন ভারতবর্ষে প্রায় ৮.৭ লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। সেই সম্পত্তির মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকাহ। কেন্দ্রীয় সরকার নতুন ওয়াকফ আইন এনে ওয়াকফ সম্পত্তি নষ্ট করতে চাইছে। মুসলমানরা এই বিল চাইছে না, তাই সরকারের উচিত এই বিল বাতিল করা। কেন্দ্রী ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে ওবিসি সমস্যার দ্রুত সমাধান চাওয়া হয়। যে সমস্ত ইমাম মুয়াজ্জিন ও গরীব মানুষদের ঘর নেই এবং লিষ্টে তাদের নামও আসেনি তাদের বিষয়ে পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। ১০ জানুয়ারি মুর্শিদাবাদের ভরতপুরে এবং ১২ জানুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে সেই বিষয়েও আলোচনা করা হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাওলানা সাজারুল ইসলাম, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা খাইরুল বাসার, মাওলানা আহমদ রেজা, মাওলানা ওসমান গনি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct