নাজমুস সাহাদাত, কালিয়াচক, আপনজন: মালদহের কালিয়াচক উত্তরচক্রের সুজাপুর এলাকায় একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান ইমদাদুল উলুম সিনিয়ার মাদ্রাসা। এই বিদ্যালয়টি ১৯৫৭ সালে সুজাপুর নয়মৌজা এলাকার প্রায় আঠারো জন শিক্ষা প্রেমিক মানুষের জমিদানে এবং এলাকার বিশেষ ব্যক্তিবর্গদের সহযোগিতায় গড়ে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা মুহাম্মদ ফাইজুদ্দিন আহমেদ, মৌলানা গুলজার আলী, শিক্ষক মুহাম্মদ সাইফুদ্দিন সহ আরও অনেকেই। এদিন সোমবার থেকে আরম্ভ হয়ে বুধবার পর্যন্ত অর্থাৎ তিন দিনব্যাপী বিদ্যালয়ের ৬০ বছর উপলক্ষে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয় ইমদাদুল উলুম সিনিয়ার মাদ্রাসা প্রাঙ্গনে। অনুষ্ঠানের প্রথম দিন মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী ও অতিথিদের প্রভাত ফেরি করা হয়। এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এছাড়াও ছিল জাতীয় পতাকা উত্তোলন, হীরক জয়ন্তী উৎসবে মাদ্রাসার পতাকা উত্তোলন, আমন্ত্রিত অতিথিবর্গ পর্বের পরে স্বাগত ভাষণ দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাফিকুল আলম। এছাড়াও হীরক জয়ন্তী উৎসবে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা আবৃতি, গজল, সূরা পাঠ, ইসলামিক সংগীত ও নাটকের মাধ্যমে মেতে ওঠে এই পুনর্মিলন উৎসব। এদিন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সহ সচিব আসিফ ইকবাল, মালদা জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও আনুষ্ঠানিক সভাপতি আজিজুর রহমান, প্রাক্তন জেলা পরিষদ সদস্য হাজী কেতাবুদ্দিন সহ আরও স্থানীয়রা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় সাড়ে সাত লক্ষ টাকা অর্থানুকূল্যে ইমদাদুল উলুম সিনিয়ার মাদ্রাসার প্রবেশদ্বারের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগারমন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাওলানা মুফতি কাজী মাঞ্জুর আলম কাশেমী, কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড: নাজিবর রহমান, শিক্ষারত্ন প্রাপ্তি শিক্ষিকা তানিয়া রহমত, ড. নজরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct