আপনজন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৮ জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক। এই ঘটনায় আগাম ইঙ্গিত পাওয়া সত্ত্বেও গুরুতর ব্যর্থতার অভিযোগ উঠল গোয়েন্দা দফতরের বিরুদ্ধে। এ ব্যাপারে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এ বলা হয়েছে, একটি সূত্রের মতে, এই ঘটনার কয়েকদিন আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত এক সন্ত্রাসবাদী এই হামলার ইঙ্গিত দিয়ে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিল। কিন্তু গোয়েন্দা সংস্থা এবং সুরক্ষা বাহিনী এটি রুখতে করতে ব্যর্থ হয়। যার ফলে মারাত্মক হত্যাযজ্ঞ ঘটে। এই হামলাটি ছিল একটি নিখুঁতভাবে পরিকল্পিত অভিযান যেখানে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডলাররা রিয়েল টাইমে জঙ্গিদের দিকনির্দেশনা দিয়েছিল বলে জানা গেছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, হামলায় জড়িত জঙ্গিরা অস্ত্র চালনায় প্রশিক্ষিত ছিল এবং পর্যটকদের আনাগোনা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও যেসব এলাকায় নিরাপত্তা বাহিনী কম মোতায়েন রয়েছে সেসব এলাকায় তারা সবচেযে বেশি নজর দিয়েছিল।
সূত্র আরও জানিয়েছে যে হামলাকারীরা হেলমেট-মাউন্টেড ক্যামেরা দিয়ে সজ্জিত ছিল, সম্ভবত পর্যটকদের হত্যাযজ্ঞ রেকর্ড করা এবং ফুটেজটি তাদের সন্ত্রাসী সহযোগীদের কাছে পাঠানোর উদ্দেশ্যে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বুধবার বলেছেন, পহেলগাঁও সন্ত্রাসী হামলা একটি “পরিকল্পিত” ছিল এবং এটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে “গোয়েন্দা ব্যর্থতা” ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি এই হামলা একটি পরিকল্পিত হামলা। যারাই এটা করেছে, আমি তার নিন্দা জানাই। সন্ত্রাসী হামলা যেন না হয়। তারা যে বর্ণ বা ধর্মেরই হোক না কেন, তা সবসময় মর্মান্তিক ঘটনা।
অন্যদিকে, হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বিপর্যয়ের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘সরাসরি দায়ী’ করেছে তৃণমূল।
তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি,
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ জাতির কাছে জবাবদিহি করতে বাধ্য। এটি একটি বিশাল এবং ক্ষমার অযোগ্য নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা। ওঁর পদত্যাগ করা উচিত।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স-এ পোস্ট করেছেন, জম্মু ও কাশ্মীরের জন্য যথেষ্ট হয়েছে, ভুয়ো গল্প প্রচার বন্ধ করুন এবং নিরীহ নাগরিকরা যাতে প্রাণ হারাতে না পারেন তার জন্য কংক্রিট পদক্ষেপ নিন।
এদিকে, বুধবার নিরাপত্তা সংস্থাগুলো সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে তিনজনের স্কেচ প্রকাশ করেছে। সেই সব সন্দেহভাজনরা হল আসিফ ফৌজি, সুলেমান শাহ ও আবু তালহা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct