নিজস্ব প্রতিবেদক , তমলুক, আপনজন: পূর্ব মেদিনীপুর তৌহিদী জনতা-র উদ্যোগে ব্রজলালচক হতে নিমতৌড়ি পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসক এবং এস.পির কাছে গণ ডেপুটেশন দিল। মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে তার স্মারকলিপি দেন। রাজ্যের ওয়াকফ বোর্ড , ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মাইনোরিটি অ্যাফেয়ার ও মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টকে এই ডেপুটেশনের কপি ফরওয়ার্ড করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের সমস্ত ওয়াকাফ সম্পত্তির সুরক্ষা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক মানের গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তর, কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলকে ও মেইলের মাধ্যমে এদিনের এই ডেপুটেশনের দাবি সমূহকে পাঠানো হয়েছে বলে জানানো হয়। দেশের সকল সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ও দেশের যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামো সাংবিধানিক দায়বদ্ধতা যাতে পালন করা হয় তার জন্য পূর্ব মেদিনীপুর তৌহিদী জনতা আবেদন জানায়। মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় মূলত তিনটি বিষয়ের উপরে গণডেপুটেশন কর্মসূচি সম্পন্ন হয়। তোদের দাবিগুলির অন্যতম হল, ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িকতা বন্ধ হোক এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে, ওয়াকফ সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে, রাজ্যের ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে, দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করতে হবে, পরিবেশ দূষণের মাত্রাকে নিয়ন্ত্রণ করে পরিবেশকে সুরক্ষিত করতে ও সম্প্রীতি রক্ষায় জেলা প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct