আপনজন ডেস্ক: জম্মু ও কাশ্মীর প্রশাসনের উচিত উপত্যকার স্কুলগুলিতে ‘ভজন’ এবং ‘সূর্য নমস্কার’ গাওয়া নিষিদ্ধ করা। এই দাবি তুলল ৩০ টি ইসলামী ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত সংস্থা ‘মুত্তাহিদা মজলিস-ই-উলেমা’। তাদের দাবি, স্কুলে মুসলিম পড়ুয়াদের‘ভজন’ এবং ‘সূর্য নমস্কার’ গাওয়া মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তাই এই নিয়ে কাশ্মীরের মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct