আপনজন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে শুরু করেছে। সবার চোখ এখন বিহারেকে সরকার গড়বে সেদিকে। ইতিমধ্যে যা প্রবণতা দেখা যাচ্ছে তাতে এনডিএ জোটে এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এবারে অনেকটাই কমে গেল মুসলিম বিধায়কের সংখ্যা। উল্লেখ্য, বিহারে গত বিধানসভা নির্বাচনে মোট ২৪ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে মধ্যে আরজেডি থেকে জিতেছিলেন ১২জন, কংগ্রেস থেকে পাঁচজন, জেডিইউ থেকে পাঁচজন ও একজন করে সিপিআই (এমএল) এবং মিম থেকে।
এবার মিমের বিধায়ক সংখ্যা বাড়লেও মুসলিম বিধায়কের সংখ্যা কমে হয়েছে ১৯। সীমাঞ্চলে পুর্ণিয়া, কাটিহার, কিষাণগঞ্জ ও আরারিযা জেলা মিলিয়ে মোট ২৪টি বিধানসভা কেন্দ্র আছে।তার মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্র হল আরারিয়া, বাইসি, কান্তি, কোচাধামান, রফিগঞ্জ।উপনির্বাচনে মিম প্রার্থী কংগ্রেস প্রার্থীকে হারিয়েছিলেন সেখানে ফের দখলে নিল কংগ্রেস।
উল্লেখ্য, বিহারের সবচেয়ে মুসলিম প্রধান এলাকা হল সীমাঞ্চল। পুর্ণিয়া, কাটিহার, কিষাণগঞ্জ ও আরারিয়া জেলা মিরিয়ে মোট ২৪টি বিধানসভা কেন্দ্র আছে। যে কিষাণগঞ্জ জেলায় ৭০ শতাংশ মুসলিম সেখানে মিম-এর সঙ্গে ভোট কাটাকাটির খেলায় কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রে ফের দখলে এসেছে কংগ্রেসের।
তবে এবার, আরও ১২টি কেন্দ্রে মুসলিম প্রার্থীরা জিততে পারতেন। সেখানে বিজেপি ও তার জোট প্রার্থীরাই জিতেছেন যাতের কেউ মুসলিম নন।
সর্বশেষ খবরে জানা গেছে, এবার আরজেডির গতবারের ১২ বিধায়ক থেকে কমে হয়েছে আটটি। কংগ্রেসের কমে হয়েছে চারটি। মিমেরেএকটা থেকে বেড়ে হয়েছে পাঁচটি। এছাড়া সিপিআইএমএল ও বহুজন সমাজপার্টির একজন করে মুসলিম প্রার্থী জিতেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct