সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: তৎকালীন বাম আমলে দুই গ্রামের যোগাযোগের জন্য তৈরি হয়েছিল কালভেট,তার করে ওই কালভার্টের উপর দিয়ে শুরু হয় কয়েক হাজার মানুষের চলাফেরা প্রতিদিনই। বর্তমানে রাস্তা পিচ হলেও সংস্কার হয়নি ওই কালভার্ট, তার জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। এমনকি বছর দুইকে আগে রাতের অন্ধকারে মাঠের কাজ সেরে বাড়ি ফিরার পথে এক কৃষক ভাঙ্গা কালভার্টের জন্য ক্যানেলে পড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। তার পরেও প্রশাসনের কোনো হেলদোল নেই ওই ভাঙ্গা কালভার্ট মেরামত করার জন্য। এমনি এক কালভার্টের ছবি উঠে এল মুর্শিদাবাদের ডোমকল থানার ভোগীরথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিব নগর এলাকায়। ঘটনায় চিকিৎসকদের ওষুধ রিটার্ন করে দেন। পাশাপশি ওই কালভার্টের মেরামতের কাজ যেনো তারাতারি করা সেই আবেদন করেন। স্থানীয় এক ব্যক্তি বলেন, আমি যখন ছোট ছিলাম তখন এই কালভার্ট টুরি হয়েছে তার পরে আর নতুন করে কালভার্ট তৈরির উদ্যোগ নেয়নি সরকার। একই ভাবে ক্ষোভ প্রকাশ করেন রেন্টু মন্ডল নামের এক ব্যক্তি বলেন, ভোট আসে ভোট যায় নেতাদের দেখা মিললেও কাজে দেখা মেলে না।আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো মুহূর্তে সেই আতঙ্কে এলাকার মানুষ।ওই রাস্তার টোটো চালক মনিরুল মন্ডল বলেন, টোটো গাড়ি নিয়ে অনেক ভয়ের মধ্য দিয়ে গাড়ি চালাতে হয়,দীর্ঘ কয়েক বছর ধরে এই কালভার্টের মেরামতের কথা শুনলেই আজও পর্যন্ত সেই কালভার্ট হয়নি,প্রশাসনের কাছে আবেদন করেন যেনো তাড়াতাড়ি ভাঙ্গা কালভার্ট মেরামত বা নতুন কালভার্ট তৈরি করেন।এই বিষয়ে স্থানীয় ভগীরথপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আফতাবুদ্দীন বলেন রাস্তা ও কালভার্ট pwd মধ্য পড়ছে আর কালভার্ট টি জেলা পরিষদের পক্ষ থেকে করার কথা থাকলেও কেনো করা হচ্ছে না সেটা জানানেই।তবে খুবই খারাপ অবস্থা কালভার্টের,আমি দেখেছি,তবে পঞ্চায়েতের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে কালভার্ট করার জন্য। জনগণের অনেক সমস্যা হচ্ছে ওই কালভার্টের জন্য,কালভার্ট টি হলে সাধারণ মানুষের সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন।পিচ রাস্তার মাঝেই রয়েছে কালভার্ট আর সেই কালভার্ট তৈরি হয়েছে বাম আমলে তার পরে আর কোনো খোজ খবর নেই প্রশাসনের এমনি অভিযোগ করেন এলাকার মানুষের।জেলা পরিষদের সদস্যা রূপা সরকার বলেন কালভার্টের জন্য ইতি মধ্য ৩৫ লক্ষ টাকার একটি স্ক্রিন পাস হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের মাধ্যমে ,খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে বলেও তিনি জানান।এখন দেখার বিষয় আদতেও কি ভাঙ্গা কালভার্ট সরানো হয় সেই দিকেই তাকিয়ে সকলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct