আপনজন ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার সংসদে ২০২৫-২৬ বর্ষের বাজেট পেশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল অায়করে ছাড়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কারী ব্যক্তিদের কোনও আয়কর দিতে হবে না। উপরন্তু, নতুন ব্যবস্থায় করের স্ল্যাব কাঠামো সংশোধন করা হয়েছে, শূন্য করের স্ল্যাব ০-৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ০-৪ লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে, এই বছরের কেন্দ্রীয় বাজেটে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের জন্য মোট ৩,৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের আর্থিক বছরের বাজেট অনুমানের চেয়ে প্রায় ১৬৬ কোটি টাকা বেশি এবং ২০২৪-২৫ সালের সংশোধিত বাজেটের চেয়ে ১,৪৮১ কোটি টাকা বেশি। তবে, সংখ্যালঘুদের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হলেও আদৌ রিভাইসড বাজেটে কি দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন রয়েছে গিয়েছে। কারণ, ২০২৪-২৫ বর্ষে মূল বাজেটে সংখ্যালঘু খাতে ৩,১৮৩.২৪ কোটি টাকা বরাদ্দ করা হলেও, যদিও সংশোধিত বাজেটে কমে ১,৮৬৮.১৮ কোটি টাকা হয়। তাই এবারে সংখ্যালঘুদের নজর কাড়তে সংখ্যালঘু খাতে বেশি বরাদ্দের কথা বলা হলেও তা মগজ ধোলাই বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, সংখ্যালঘু বরাদ্দের বিভিন্ন খাত বিশ্লেষণ করলে দেখা যাবে কীভাবে বিভিন্ন খাতে প্রকৃত পক্ষে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে সংখ্যালঘুদের শিক্ষা ও স্কলারশিপ খাতে। এ ব্যাপারে ২০২৪-২৫ সালের রাজটের সঙ্গে এ বছরের বাজেটের তুলনা করা যেতে পারে। ২০২৪-২৫ বর্ষে কওমি ওয়াকফ বোর্ড তারাক্কিয়াতি স্কিম ও সাহারি ওয়াকফ সম্পতি বিকাশ যোজনায় বরাদ্দ করা হয়েছিল ১৬ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে তা কমে হয়েছিল মাত্র ৩.-৭ কোটি টাকা। আর এ বাজেটে তা করা হয়েছে ১৩ কোটি। সবচেয়ে খারাপ পরিস্থিতি প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ও মেরিট কাম মিনস স্কলারশিপের ক্ষেত্রে। প্রাথমিক পড়ুয়াদের জন্য ২০২৪-২৫ বর্ষে প্রিম্যাট্রিক স্কলারশিপের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩২৬.১৬ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে তা কমিয়ে ৯০ কোটি টাকা করা হয়। এবারের বাজেটে গতবারের মূল বাজেটের থেকে বারদ্দ কমিয়ে করা হয়েছে প্রায় অর্ধেক মাত্র ১৯৫.৭০ কোটি। একই ভাবে ২০২৪-২৫ বর্ষে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য বরাদ্দ করা হয়েছিল ১১৪৫.৩৮ কোটি টাকা। এ নিয়ে সেসময় মোদি সরকারকে অনেকে তারিফ করেছিলেন। কিন্তু সংশোধিত বাজেটে তা অপ্রত্যাশিতভাবে কমিয়ে ৩৪৩.৯১ কোটি টাকা করা হয়। এবারের বাজেটে গত বছরের বাজেটের তুলনায় তিন গুণ কম বরাদ্দ করা হয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের যা সংশোধিত বরাদ্দের থেকে সামান্য বেশি মাত্র ৪১৩.৯৯ কোটি টাকা। সবচেয়ে করুণ অবস্থা কারগরি শিক্ষায় শিক্ষিত হওয়া সংখ্যালঘুদের জন্য মেরিট কাম মিনস স্কলারশিপের ক্ষেত্রে। ২০২৪-২৫ বর্ষে মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য ৩৩.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সংশোধিত বাজেটে তা কমিয়ে ১৯.৪১ কোটি টাকা করা হয়। আর এ বছরের বাজেটে গত বারের বাজেটের তুলনায় পাঁচ গুণ কমানো হয়েছে। এমনকী সংশোধিত বাজেটের তুলনায় অর্ধেকেরও বেশি কমিয়ে করা হয়েছে মাত্র ৭.৩৪ কোটি টাকা। যেহেতু সংখ্যালঘু পড়ুয়ারা অর্থনৈতিক দুর্বল এবং সরকারি স্কলারশিপ তাদেরকে শিক্ষামুখী করতে উৎসাহ জোগাত, সেহেতু এই সব খাতে স্কলারশিপের বরাদ্দ কমানোয় সংখ্যালঘুদের স্কুল ছুটের সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। দেশের বহু সংখ্যালঘু পড়ুয়া উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়ে থাকেন। তাদের জন্য সরকারি স্কলারশিপ বড় সহায়। তারা শিক্ষা ঋণ নিলে ভরতুকি দেওয়া হত। এবার তাদের বরাদ্দেও ভালই কোপ পড়েছে। ২০২৪-২৫ বর্ষে বিদেশে পড়তে যাওয়ার জন্য শিক্ষা ঋণে ভরতুকির পরিমাণ ছিল ১৫.৩০ কোটি টাকা। এবারের বাজেটে তা কমিয়ে ৮.১৬ কোটি টাকা করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে গত বছরের বাজেট ছিল মাত্র ২ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে করা হয় এক লক্ষা টাকা। এবারের বাজেটে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে বাজেট বরাদ্দ করা হয়েছে সেই এক লক্ষ টাকাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct