সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: প্রতি তিন বছর অন্তর সিপিআইএম এর এরিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই হিসেবে রবিবার রাজনগরের ডাকবাংলোয় নজরুল মঞ্চে রাজনগর সিপিআইএমের এরিয়া কমিটির তৃতীয়তম সম্মেলন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের নামকরণ করা হয় বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং ব্রজমোহন মুখার্জি, অরুণ মিত্র, মতিউর রহমান,সেখ ইসলাম মঞ্চ। সি পি আই এম এর ১২৫ জন প্রতিনিধিকে নিয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শতকরা ৯০শতাংস কমিটির সদস্য উপস্থিত ছিলেন বাকিরা বয়স্ক ও অসুস্থতার কারণে অনুপস্থিত বলে দলীয় নেতৃবৃন্দের বক্তব্য। সম্মেলনের প্রথমার্ধে দলীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআইএম নেতা কমরেড কালো কোড়া। এরপর শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে সম্মেলন শুরু হয় দিনভর।
সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ১৫ জনের নতুন কমিটি গঠন করা হয়। যার মধ্যে উত্তম মিস্ত্রী পুনরায় সিপিআইএম রাজনগর এরিয়া সম্পাদক নির্বাচিত হন বলে দলীয় সূত্রে জানা যায়। সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর তিন সদস্য শীতল বাউরি, জুরান বাগ্দী ও আনারুল হক। এছাড়াও ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য শুকদেব বাগদী, বিদায়ী এরিয়া সম্পাদক উত্তম মিস্ত্রি সহ অন্যান্য নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct