আপনজন: বর্ধমান পৌরসভার বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলনের হুঁশিয়ারি, তোপ তৃণমূলের বিরুদ্ধে।
বর্ধমান পৌরসভার বিরুদ্ধে দুর্নীতি এবং শহরজুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কংগ্রেস কয়েকদিন আগেই পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করে, পাশাপাশি, কুম্ভ মেলা থেকে আনা গঙ্গা জল ছিটিয়ে পৌরসভার শুদ্ধিকরণ কর্মসূচিও নেয় বর্ধমান জেলা জাতীয় কংগ্রেস।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ধমান পৌরসভার পৌরপতি কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া এবং হুমকির অভিযোগ আনা হয়। তবে মঙ্গলবার বর্ধমান জেলা আদালত থেকে জামিন পাওয়ার পর কংগ্রেস নেতৃত্ব ফের তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে সরব হন।
জামিনের পর কোর্ট চত্বরে মিছিল করে জেলা আদালতের গেটের সামনেই তারা ফের বিক্ষোভ আন্দোলন করেন।
আন্দোলনের মাঝেই কংগ্রেস কর্মীরা জানান, মিথ্যে মামলা করে তাঁদের কণ্ঠ রোধ করা যাবে না। দুর্নীতি রুখতে তাঁদের আন্দোলন চলবে। তাঁদের অভিযোগ, তৃণমূলের নেতারা বেআইনি নির্মাণের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এমনকি পৌরসভাও এই দুর্নীতিতে মদত দিচ্ছে। বর্ধমান পৌরসভাকে ‘দুর্নীতির আঁতুড়ঘর’ বলে কটাক্ষ করে কংগ্রেস নেতৃত্ব।
এই ইস্যুতে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct