সুরজীৎ আদক, হাওড়া, আপনজন: বিজেপির ষড়যন্ত্রমূলক রাজনীতি চরিতার্থ করার স্বার্থে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নামে ইডি-র মাধ্যমে মিথ্যা মামলায় চার্জশিট দিয়েছে।
কেন্দ্রীয় সরকারের জঘন্য কার্যকলাপের প্রতিবাদে উলুবেড়িয়া মহকুমায় শনিবার জাতীয় কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ” অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা মোকলেশুর জামান, প্রদেশ কংগ্রেস নেতা অলোক কোলে ও আলম দেইয়ান, জেলা কংগ্রেস নেতা আসরাফ মোল্লা, প্রফেসর ডঃ রিভু সান্যাল, প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বজিৎ মেউর, সুকান্ত ভট্টাচার্য্য, সুদীপ মজুমদার, আব্দুল মোকাদ্দেম, রাজকুমার চন্দ্র, সলীল মুখার্জী, সুব্রত বসু, লক্ষ্মীকান্ত পাল, আব্দুল হাই, মাসিদুর রহমান, সফিকুল রহমান, তাপসী গাঙ্গুলী, বদরুল আনাম, সুকুমার দাস, অজয় মুখার্জী, সেখ মঈনুদ্দিন, রীতা ফারিয়া, প্রলয় মণ্ডল, সাইদা বেগম, গোলাম রসুল মোড়ল, জাহানদার আলি লস্কর, সেখ সুজাউদ্দিন, আশাদুর রহমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct