সারিউল ইসলাম, সামসেরগঞ্জ, আপনজন: সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করল কংগ্রেসের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্যরা।
শনিবার সামশেরগঞ্জের সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তাঁরা। জাফরাবাদে মৃত বাবা-ছেলের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। জাফরাবাদের পর তাঁরা পৌঁছান বেতবোনায়। যে সব বাড়িতে হামলা হয়েছিল, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সব জায়গা ঘুরে-ঘুরে পরিদর্শন করেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। এদিন শুভঙ্কর সরকার বারংবার বলেন, “সামনে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তপ্ত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে রাজ্যের শাসক দল, শাসক হওয়ার স্বপ্ন দেখা দল।” তাঁর সংযোজন, “এলাকায় যে আগুন লেগেছে তাঁতে দেশলাইয়ের কাঠি জ্বালালো কারা? প্রশাসন উত্তর খুঁজে বের করুক।”
এদিন কংগ্রেসের প্রতিনিধি দল হিজলতলায় উপস্থিত হলে সেখানকার বাসিন্দারা কংগ্রেসের প্রতিনিধি দলকে বলে, “আমরা সংখ্যালঘু সম্প্রদায় বলে কোন গণমাধ্যম আমাদের উপর আক্রমণ হওয়ার কথা তুলে ধরেনি। রাজ্যপাল-মানবাধিকার কমিশন হয়তো আসবে ভেবেছিলাম আমরা, কিন্তু তাঁরা আমাদের এলাকাতেই পা রাখেননি।”
প্রতিটি জায়গায় কংগ্রেস নেতারা সম্প্রীতি বজায় রেখে আগের মত পুনরায় বসবাস করার বার্তা দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct