আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: কৃষ্ণনগর কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী এস এম সাদী হয়ে প্রচারে নামলেন নদিয়া জেলা কমিটির প্রাক্তন সভাপতি অসীম কুমার সাহা। কৃষ্ণনগর শহর ঘূর্ণি বাজারে প্রচার কর্মসূচি শুরু হবে। তবে কংগ্রেসের নিষ্ক্রিয়তা ভাবাচ্ছে বাম শিবিরকেও। কারণ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর একদিনও বামেদের মিছিলে কংগ্রেসকে দেখা যায়নি। বুধবার কংগ্রেসকে বামের সঙ্গে প্রচার করতে দেখা গেল জেলার প্রাক্তন সভাপতি অসীম কুমার সাহা অন্যান্য বাম কংগ্রেস নেতৃত্বকে সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনের প্রচার সাড়লেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বামেরা প্রার্থী ঘোষণা করে। ভরসা রাখা হয় জেলার প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান নেতা এস এম সাদির উপর। নাম ঘোষণা হওয়া ইস্তক প্রচারে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা। চায়ের দোকানে আড্ডা দেওয়া, জনসংযোগ কোনওটাই বাদ রাখছেন না। লক্ষ্য, হারানো ভোট ব্যাঙ্ক ফিরিয়ে আনা। বুধবার নাকাশিপাড়া, তেহট্টের বিভিন্ন জায়গায় প্রচার করেন সিপিএম প্রার্থী। যদিও সেই সফরে এখনও অবধি দেখা গিয়েছে কংগ্রেসকে। শীর্ষ নেতৃত্বের অবস্থান পরিষ্কার। বামেদের কংগ্রেস সঙ্গে প্রচার করতে দেখা গেল। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেসের আসন সমঝোতা হয়েছিল। যা ভোটের ফলাফলে অক্সিজেন জুগিয়েছিল বাম শিবিরকে। লোকসভায় বিভিন্ন পঞ্চায়েতে তাদের ভোটের হার বেড়েছে বলে দাবি করে সিপিএম। এবার সেই ভোট ব্যাঙ্ককে আরও বাড়াতে চাইছে সিপিএম কংগ্রেসের সিপিএম প্রার্থী এস এম সাদি বলেন,তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষে জন্য কি করতে পারি রাজ্যে বাম কংগ্রেস জোটের ঐক্যবদ্ধ হবে লড়াই করতে হবে। জেলার কংগ্রেসের মুখপাত্র সিলভি সাহা বলেন, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমার আছি। অসীম কুমার সাহা বলেন, সর্বভারতীয় দল তার একটি নিয়ম আছে এবং নিয়মমাফিক ভাবেই আমরা আজ থেকে বাম কংগ্রেস সমর্থিত জোট প্রার্থীকে সমর্থন বিভিন্ন জায়গায় প্রচার শুরু করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct