সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মঙ্গলবার রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলী মাস কয়েক আগে প্রয়াত হওয়ার পর ভগবানগোলা বিধানসভা আসনটি খালি হয়। সেখানে লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভার উপনির্বাচন করা হয় গত ৭ই মে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হন স্থানীয় ভূমিপুত্র জেলা পরিষদ সদস্য তথা বন ও ভূমি কর্মাধ্যক্ষ রিয়াত হোসেন সরকার। অন্যদিকে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন আঞ্জু বেগম। কংগ্রেস প্রার্থীকে ১৫ হাজার ৬১৭ ভোটে পরাজিত করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াত হোসেন সরকার। তিনি ১ লক্ষ ৭ হাজার ৯৬ টি ভোট পান। বুধবার সন্ধ্যায় তৃণমূল ব্লক কার্যালয়ে রিয়াত হোসেন সরকারকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা যায়।কর্মী সমর্থকরা ফুলের তোড়া এবং মিষ্টি খাইয়ে সংবর্ধনা দেন নতুন বিধায়ককে।এদিন বিশ্ব পরিবেশ দিবস থাকায় কর্মী সমর্থকরা একটি গাছ উপহার হিসেবে তুলে দেন নতুন বিধায়ক রিয়াত হোসেন সরকারের হাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct