এম মেহেদী সানি, বসিরহাট, আপনজন: ওবিসি ইস্যুতে ছাত্র-ছাত্রী এবং চাকরিপ্রার্থীদের সমস্যা নিয়ে জনমত গঠনের আহ্বান জানালেন পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের কর্মকর্তারা ৷ রবিবার পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের রাজ্য কমিটির বৈঠক থেকে ওবিসি সহ এসসি ও এসটি সংরক্ষণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ওবিসি বিষয়ক কলকাতা হাইকোর্টের রায়ের পরিপেক্ষিতে রাজ্যের ওবিসি শংসাপত্রধারীরা সমস্যায় পড়েছেন, সুরাহা মিলছে না কোনো ভাবেই ৷ এ দিন পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সাধারণ সম্পাদক গোলাম ছাত্তার গাজী বলেন, মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসি দের রিজার্ভেশন না দেওয়া, পদোন্নতিতে রিজার্ভেশন না দেওয়া, ক্রিমলেয়ার চাপিয়ে দেওয়া এ কাজ যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের জনমত গঠন করতে হবে ৷’ পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের সংখ্যালঘু ঘরের ছেলে-মেয়েরা চাকরির ক্ষেত্রে বঞ্চিত বলে আক্ষেপ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি আরশেদ আলী মোল্ল্যা । তিনি আরও বলেন, ওবিসি সংরক্ষণের মাধ্যমে পড়াশোনা এবং চাকরি-বাকরির ক্ষেত্রে মহামান্য আদালতের রায়ের কারনে এই মুহূর্তে ওবিসি শংসাপত্রধারীরা বঞ্চিত হচ্ছে । আমরা রাজ্য সরকারের কাছে বিশেষ করে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের তারিখ মেনশন করে ওবিসি মামলার দ্রুত শুনানির ব্যবস্থা করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ করেন ।
সংগঠনের সহ-সম্পাদক অধ্যাপক ডক্টর জহর মন্ডল, কোষাধক্ষ্য বিধান গাইন, রাজ্য কমিটির সদস্য শিক্ষক আয়ুব আলী মোল্ল্যা, টুম্পা দাসরা বক্তব্য রাখার সময় ওবিসি বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে রাজ্য সরকারকে কার্যকরী ভূমিকা নেওয়ার অনুরোধ জানান ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct