জিয়াউল হক, চুঁচুড়া: রোগী সহ তাঁর পরিবারের অনুমতি ছাড়া কপার টি লাগানোর অভিযোগ চুঁচুড়া হাসপাতালে। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, মঙ্গলবার সাহাগঞ্জ ইশ্বরবাহার বাসিন্দা সেখ রেশম তাঁর স্ত্রী জয়া বর্মনকে গর্ভাবস্থা অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে। এদিন গভীর রাতে জয়ার সন্তান প্রসব হয়। কিন্তু অভিযোগ সন্তান প্রসবের পর রোগী কিংবা পরিবারের অনুমতি ছাড়া জয়াকে কপার টি (জন্মনিয়ন্ত্রনে জরায়ুতে লাগানো যন্ত্র) পরিয়ে দেওয়া হয়।
এই খবর জানার পরই ক্ষোভে ফেটে পরেন রোগীর পরিবার। প্রথমদিকে লেবার রুমের স্টাফদের সাথে বাগবিতন্ডা বেঁধে যায় রোগীর পরিবারের। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর কপার টি পরাতে গেলে রোগী কিংবা তাঁর পরিবারের অনুমতি বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে তা পালন করা হয়নি। এদিন এবিষয়ে অভিযোগ জানাতে চুঁচুড়া হাসপাতালে যায় রেশম। তবে রেশমের বক্তব্য এধরনের অভিযোগ থানা নিতে না চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে বলে। তাই এদিন রেশন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে কথা বলে লিখিত অভিযোগ জমা দেয়।এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনোরকম পতিক্রীয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct