আপনজন ডেস্ক: রাজ্যের বাম আমলের সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ড. আবদুস সাত্তার এবার তৃণমূল শাসিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সংখ্যালঘু উপদেষ্টা পদে আসীন হলেন। একই সঙ্গে তাকে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। একজন মন্ত্রীর সমতুল মর্যাদা পাবেন আবদুস সাত্তার। এখন থেকে তিনি রাজ্যের সংখ্যালঘুদের কল্যাণে প্রয়োজনীয় পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের পূর্ণ মন্ত্রীও। মঙ্গলবার রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব এক বিজ্ঞপ্তিতে ড. আবদুস সাত্তারের নিয়োগের কথা জানান। কলকাতার নব বালীগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর আবদুস সাত্তার রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন ২০০০ সালে। সেসময় থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। এরপর ২০০৬ সালে উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে সিপিএমের হয়ে বিধায়ক নির্বাচিত হন। জিতেই বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় সংখ্যালঘু উন্নয়ন দফতরে প্রতিমন্ত্রী হন। আবদুস সাত্তার সংখ্যালঘু মন্ত্রী থাকাকালীন রাজ্য বিধানসভায় আলিয়া বিশ্ববিদ্যালয় আইন (Act XXVII of 2007) পাশ হয় ২০০৭ সালে। তার আমলেই ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে গৌরবোজ্জ্বল যাত্রা শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয়। শহরের বাইরে থেকে আসা মৌলানা আজাদ কলেজের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বৈঠকখানা রোডে আজিজুল হক ভবন এবং তালতলায় বঙ্গবন্ধু ভবন নির্মিত হয়। তার আমলেই নির্দিষ্ট হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস। তার প্রচেষ্টায় বাম আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু জনগোষ্ঠী ওবিসি হিসেবে গণ্য হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কলেজ, নার্সিং কলেজ প্রভৃতি পরিকল্পনা বাম আমলে সংখ্যালঘু উন্নয়নকে ত্বরান্বিত করে। যদিও রাজ্যে বাম শাসনের অবসানের পর সিপিআইএমের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় ২০১৭ সালের এপ্রিল থেকে তিনি দল থেকে সরে আসেন। এরপর ২০১৮ সালে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেসে যোগ দেন। এরপর তিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক হন। যদিও তিনি মঙ্গলবার কংগ্রেস থেকে হঠাৎই পদত্যাগ করেন। আর এদিনই নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবদুস সাত্তারকে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক প্রধান উপদেষ্টা নিয়োগ করা হল।
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর রাজ্যে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে আবদুস সাত্তারের নিয়োগ শাসক দলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে আরও শক্তিশালী করে তুলতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। যদিও অন্য একটি মহল বলছে, সম্প্রতি ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের সংখ্যালঘুরা হতাশ। সেই সন্ধিক্ষণে বাম আমলের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্য সরকার ওবিসি সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে পারে। সাত্তার মন্ত্রী থাকাকালীন আলিয়া বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসা, কলকাতা সহ বিভিন্ন জেলা শহরে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য হস্টেল প্রভৃতি উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকার। তৃণমূল আমলেও সেই ধরনের উন্নয়নের বিকাশ ঘটতে পারে বলে আশা করছে তৃণমূলের সংখ্যালঘু মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct