আপনজন ডেস্ক: আগামী ২৭ মার্চ ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলোগ কলেজে ‘সামাজিক উন্নয়ন- মেয়ে, শিশু ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেলোগ কলেজের ওয়েবসাইটে বলা হয়েছে কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিশি এবং কেলোগের বাইনাম টিউডর ফেলো লর্ড করণ বিলিমোরিয়ার সাথে কথোপকথনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।
এতে ভারতের অন্যতম প্রভাবশালী নেতার সঙ্গে রাজনীতি, সাহিত্য ও সাংস্কৃতিক প্রচারণায় তার অসাধারণ যাত্রা নিয়ে কথা বলার বিরল সুযোগ হবে।
ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গ্রামোন্নয়নে মনোনিবেশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের প্রান্তিক সম্প্রদায় এবং মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে বেশ কয়েকটি কল্যাণমূলক কর্মসূচি চালু করেছিল। মমতার লন্ডন সফর শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, শিল্প-বিনিয়োগের দিক থেকেও গুরুত্বপূর্ণ।
জানা গেছে মুখ্যমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন ২১ মার্চ। দুবাই হয়ে লন্ডনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে নবান্ন সূত্রে খবর। আগামী ২৯ মার্চ কলকাতায় ফিরে আসার কথা রয়েছে তার।
সূত্রের খবর, লন্ডনে মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে বিনিয়োগ টানতেই তিনি সেদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন। তাই মুখ্যমন্ত্রীর এই সফর শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, শিল্প-বিনিয়োগের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৫ সালে তিনি লন্ডনে গিয়েছিলেন এবং বাকিংহাম প্যালেসে সফর করেছিলেন। সেই সফরে রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ সুগত বসু ও ডেরেক ও’ব্রায়েন তাঁর সফরসঙ্গী ছিলেন।
এর আগে ২০২৩ সালে মুখ্যমন্ত্রী স্পেন সফরেও গিয়েছিলেন লগ্নি আনতে। সফলভাবে বেশ কিছু বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করেছিলেন। তাই এবার তার লন্ডন সফরেও লগ্নি আসার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম শীর্ষশিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছিল। তবে বিভিন্ন কারণে এতদিন তিনি সেখানে যেতে পারেননি। ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়। এবার ফের একবার তাকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা।
এছাড়া ২০২১ সালের ৬ ও ৭ অক্টোবর ইতালির রোমে “কমিউনিটি অব সন্ত এগিডিও” নামে এক বেসরকারি সংস্থা এক অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানের আয়োজকরা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন। তার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীও আমন্ত্রিত ছিলেন। কিন্তু সেমময় কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দেয়নি। তার আগে আমেরিকার শিকাগো সফরেরও অনুমোদন দেয়নি কেন্দ্র।
২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর ঘিরে ব্যাপক কৌতূহল রয়েছে বিভিন্ন মহলে।
পাশাপাশি এই সফরে তিনি সেখানকার বাঙালি পড়ুয়া ও গবেষকদের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। তার জন্য গত লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অক্সফোর্ডের গবেষক শাহনাওয়াজ আলি রাইহান চেষ্টা চালাচ্ছেন বলে সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct