আপনজন ডেস্ক: অন্যান্য বছরের মতো এ বছরও কালীপুজো উপলক্ষে বৃহস্পতিবার সারাটি দিন ঘরবন্দি থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নিজে হাতে ভোগ রান্নাও করলেন। কালীঘাটে নিজের বাড়ির উঠোনে কালী পুজোর আয়োজন করা হয়। মণ্ডপ সজ্জায় গ্রাম বাংলার চিত্র ফুটে ওঠে তার উঠোন জুড়ে। সেই সজ্জায় স্থান পায় পাকা ধানের শিস, কুলো, হাতপাখা, লক্ষ্মীর ভাঁড়। এসব দিয়েই বাংলার ঐতিহ্যকে স্মরণ করান মুখ্যমন্ত্রী। হলুদ-লাল শাড়ি, সোনার গয়না, ঈষৎ নীলচে বর্ণ প্রতিমার পাশাপাশি জ্বলন্ত দীপের ছবি সম্বলিত শুভ দীপাবলি লেখা স্ট্যান্ডও শোভা বৃদ্ধি করে। সারাটা দিনই মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েন কালীপুজো ঘিরে। সারাদিন উপোস করে দেবীর আরাধনা কিছুই বাদ যায়নি তার ধর্মীয় আচার পালনে। তারই মধ্যে মমতা কালীপুজো উপলক্ষে গান লিখতেও কসুর করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় দীপাবলি এবং কালীপূজা স্মরণে লেখা নতুন গান গেয়েছেন ইন্দ্রনীল সেন। এই সঙ্গীতে মাধ্যমে মুখ্যমন্ত্রী বাংলার জনগণকে দীপাবলির শুভেচ্ছার বার্তা দেন। সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সংযোগকে আরও দৃঢ় করে তোলেন। বরাবরের মতো চলে অতিথি আপ্যায়ন। মমতার এই পারিবারিক পুজোয় অন্যান্য বারের মতো শামিল ছিলেন ভ্রাতুষ্পুত্র তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের অপারেশনের পর তাকে দেখা গেল এদিন কালো চশমা পরা অবস্থায়। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, কাকিমা কাজরী বন্দ্যোপাধ্যায়রা, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও হাজির ছিলেন। এদিন মমতার অতিথি তালিকায় রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে সঙ্গে দেখা মেলে তৃণমূলের নানা সাংসদ, বিধায়ক ও নেতৃত্বকে। ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তারকার হাট হয়ে ওঠে কালীপুজো উপলক্ষে। মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ছাড়াও ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, এমনকি বিশিষ্টজনরাও একে একে এসে ভিড় জমান। এ বছর মমতার বাড়ির কালীপুজোর ৪৭তম বর্ষে পদার্পণ করল। ১৯৭৮ সালে তার মা গায়ত্রী দেবী কালীঘাটের বাড়িতে শুরু করেছিলেন কালীপুজো উপলক্ষে অনুষ্ঠান। সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রয়েছে মমতার হাত ধরে। যথাযথ উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে কালীপুজো উদযাপন করে তিনি এদিন মুখর করে তোলেন গোটা বাড়ি।
বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তার দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও কালীঘাটের বাড়িতে কালীপুজোর আয়োজনে কোনও খামতি রাখেননি। দীর্ঘদিনের সেই ধারাবাহিকতা আজও সমানভাবে চলে আসছে মমতার বাসভবনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct