রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বেহাল অবস্থায় পড়ে রয়েছে সামসেরগঞ্জের চাঁদপুর বাজার থেকে অন্তর্দীপা মালঞ্চা যাওয়ার অন্যতম রাস্তা। যার জেরে যখন তখন ঘটছে দুর্ঘটনা। উল্টে যাচ্ছে টোটো, বাইক সহ বিভিন্ন গাড়ি। তাই এবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন টোটো চালক, ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা। শনিবার বাজারের ব্যস্ত সময়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদপুর বাজারে। দফায় দফায় বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় যানচলাচল। ব্যাপক জ্যামের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। অবিলম্বে রাস্তা সংস্কার করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ী, চালক থেকে শুরু স্থানীয় বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন সামসেরগঞ্জের ভাসাইপাইকর পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এমদাদুল হক। সাতদিনের মধ্যেই রাস্তা সংস্কার করে দেওয়া হবে বলেই আশ্বাস দেন তিনি। উপপ্রধান ও তৃণমূল নেতৃত্বের দাবি, চাঁদপুর ব্রিজের কাজের জন্যই ভাসাইপাইকর ও অন্তরদীপা গামী রাস্তার অবস্থা সাময়িক খারাপ হয়েছিল। ভাসাইপাইকরের যাওয়ার রাস্তা সংস্কার করা হলেও বাকি রয়েছে অন্তরদীপা যাওয়ার রাস্তার কাজ। সাতদিনের মধ্যেই সেই রাস্তাও সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct