অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ছট পুজোর আগে আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ও বালুরঘাট থানার আইসি। তাঁরা এদিন ঘুরে দেখেন আত্রেয়ী নদীর সংলগ্ন বিভিন্ন ছট পূজো উপলক্ষে তৈরি হওয়া ঘাট গুলি। এদিন আত্রেয়ী নদীর সদরঘাট, কংগ্রেস ঘাট সহ অন্যান্য ঘাট পরিদর্শন করেন তাঁরা। মূলত কোন কোন নদী ঘাটে ছট পূজা অনুষ্ঠিত হতে চলেছে এবং কি ভাবে অনুষ্ঠিত হবে সে সব বিষয় খতিয়ে দেখেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। উল্লেখ্য, ছটপুজো উপলক্ষে ঘাটগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি আলো দিয়ে সাজানো হচ্ছে। পুজো দেখতে বহু মানুষ জড়ো হন। পুণ্যার্থীদের পুজো দিতে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য বিভিন্ন ঘাট পরিদর্শন করে পুলিশ-প্রশাসন।
এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ‘ছট পুজোকে কেন্দ্র করে প্রতিবছর আমাদের যে সমস্ত প্রস্তুতি থাকে, সেই সমস্ত ক্ষেত্রেই প্রস্তুতি নেয়া হচ্ছে। পর্যাপ্ত আলো, পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেয়া হয়েছে।
ছট পুজোকে কেন্দ্র করে কারো যাতে কোন অসুবিধা না হয়, তার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি আমাদের নিতে হয়। সে কারণে ঘাট গুলোকে কেন্দ্র করে যে সমস্ত কাজ শুরু হয়েছে সেগুলোর অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে। এবারে ঘাটের সংখ্যা একটু বাড়ানো হয়েছে যেহেতু পূজো সংখ্যা বেড়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct