আপনজন ডেস্ক: পিডিপি সভাপতি মেহবুবা মুফতি রবিবার বলেছেন, কেন্দ্র উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের সঙ্গে আলোচনা করছে, কিন্তু জম্মু ও কাশ্মীরের সাধারণ নাগরিকদের জঙ্গি হিসেবে বিবেচনা করছে। অনন্তনাগ জেলার বিজবেহারায় এক অনুষ্ঠানে মুফতি বলেন,আমরা আত্মসমর্পণ করব না, আমরা সাদা পতাকা উত্তোলন করব না। আপনি যদি সম্মানের সাথে আমাদের সাথে কথা বলেন তবে আমরা সম্মানের সাথে প্রতিক্রিয়া জানাব। তবে আপনি যদি বাফলিয়াজের মতো লাঠি দিয়ে কথা বলেন, তবে তা কাজ করবে না। পিডিপি সভাপতি তাঁর বাবা ও পিডিপি প্রতিষ্ঠাতা মুফতি মহম্মদ সাঈদের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিসৌধে দলীয় কর্মী ও সমর্থকদের সমাবেশে বক্তব্য রাখছিলেন। সেখানে
মেহবুবা মুফতি বলেন, কেন্দ্র যখন উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের সঙ্গে আলোচনা করছে, তখন তারা জম্মু ও কাশ্মীরের সাধারণ নাগরিকদের জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে। সেখানে (উত্তর-পূর্বাঞ্চলে) আপনি জঙ্গিদের সঙ্গে কথা বলছেন এবং জম্মু ও কাশ্মীরে আপনি সাধারণ মানুষকে জঙ্গি বলে আখ্যায়িত করেছেন। আপনারা (নির্বিচারে) গ্রেফতার করে কারাগারভর্তি করেছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এনআইএ, এসআইএ-র অভিযান কেউ কি নিজের লোকদের সঙ্গে এমন আচরণ করে?
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলায় তার প্রয়াত বাবার নেওয়া দৃষ্টিভঙ্গি থেকে কেন্দ্রের শিক্ষা নেওয়া উচিত। মুফতি সাহেবের কাছ থেকে কিছু শিখুন।তিনি মানুষের হৃদয়কে সংযুক্ত করার চেষ্টা করেছিলেন। তিনি বিচ্ছিন্নতাবাদীদেরও পথ দেখিয়েছিলেন যাতে তারা এই দেশের মধ্যে মর্যাদার সাথে বসবাস করতে পারে। মুফতি কখনও ভুল কথা বলেননি। তিনি সবসময় শুধু একটি পতাকা ধরে রাখতেন। কিন্তু তিনি শুধু বলে গেছেন, জম্মু ও কাশ্মীরের মানুষ মর্যাদার সঙ্গে শান্তি চায়। প্রায় চার বছর পর পিডিপি-র সহ-প্রতিষ্ঠাতা মুজাফফর হুসেন বেগ এবং তাঁর স্ত্রী বারামুল্লা জেলা উন্নয়ন পরিষদের চেয়ারপার্সন সাফিনা বেগের পিডিপি-তে ফিরে আসাই ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বেগ বলেন, মুফতি মহম্মদ সাঈদই প্রথম ব্যক্তি যিনি জম্মু ও কাশ্মীরে জঙ্গিবাদের উত্থানের পরে নিরাময় স্পর্শ নীতির কথা বলেছিলেন।
তিনি বলেন, মুফতির রাজনীতির ক্ষেত্রে তিনি ভারতের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আজ পর্যন্ত অন্য কোনও মুসলিমকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়নি। তিনিই প্রথম ব্যক্তি যিনি জঙ্গিবাদের অগ্ন্যুৎপাতের পরে নিরাময় স্পর্শের কথা বলেছিলেন। তিনি বলেন, জঙ্গিরা আমাদের নিজেদের সন্তান, অন্য দেশ তাদের বিভ্রান্ত করছে। সাফিনা বেগ বলেন, পিডিপি পাহাড়ি-গুজ্জর পার্থক্য বা হিন্দু-মুসলিম বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বার্তা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct