আপনজন ডেস্ক: জার্মানির সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস ঘোষণা করেছেন, তারা প্রতিরক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ অনেকটাই বাড়াবেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ইউরোপের দেশগুলোর ধারণা হয়েছে, তিনি ইউরোপ ও ন্যাটো নিয়ে খুব একটা উৎসাহ দেখাবেন না। এই পরিস্থিতিতে মেৎসের ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ। সিডিইউ, সিএসইউ ও এসপিডির নেতাদের মধ্যে আলোচনার পর মেৎস এই ঘোষণা দিয়েছেন। তিনি যখন এই ঘোষণা দেন, তখন তার পাশে ছিলেন এসপিডি নেতা লার্স ক্লিংবাইল, সাসকিয়া এসকেন ও সিএসইউ নেতা মার্কাস সোডের। জার্মানির নির্বাচনের ফলাফল প্রকাশের এক সপ্তাহ পর জোট গঠন নিয়ে আলোচনা শুরু হলো। এই নেতারা জানিয়েছেন, তারা পার্লামেন্টে একটি প্রস্তাব আনতে একমত হয়েছেন। সেই প্রস্তাবে জার্মানির সংবিধানে বদল এন্সে ঋণ নেওয়ার সীমা বদল করে প্রতিরক্ষা খরচ জিডিপির ১ শতাংশ থেকে বাড়াবার ব্যবস্থা করা হবে।
এর পাশাপাশি দেশের ১৬টি রাজ্য ০.৩৫ শতাংশ ঋণ নিতে পারবে, সেই ব্যবস্থাও করা হবে।
মেৎস যা বললেন
ফ্রেডরিখ মেৎস বলেছেন, ‘আমাদের সামনে যে বিপুল কাজ রয়েছে, তার জন্য প্রথম ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাইছি। আমাদের মহাদেশের স্বাধীনতা ও শান্তির ক্ষেত্রে বড় হুমকি রয়েছে। তাই প্রতিরক্ষা ক্ষেত্রে যা দরকার, তা আমাদের করতে হবে।
’
তিনি আরো বলেন, ‘জার্মানির অর্থনীতি যদি আবার বৃদ্ধির পথে চলে, তাহলে প্রতিরক্ষা ক্ষেত্রে খরচ করা সম্ভব। তার জন্য পরিকাঠামোতে বিনিয়োগ দরকার। কিন্তু শুধু সরকারি বাজট থেকে এই বিপুল অর্থ দেওয়া সম্ভব নয়, তাই দলগুলো ঠিক করেছে, পরিকাঠামো তহবিল গঠন করা হবে। এর ফলে জার্মানির অর্থনীতি চাঙ্গা হবে।’
অন্যদিকে এসপিডি নেতা কিংবেইল বলেছেন, ‘আমরা দেশে বিনিয়োগের ওপর জোর দিচ্ছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct