সঞ্জীব মল্লিক, বিষ্ণুপুর, আপনজন: ব্যাগভর্তি বোমা সহ দুটি গাড়িকে আটক করল ইন্দাস থানার পুলিশ। পাটরাই এর দিক থেকে বাঁকুড়ার ইন্দাসে যাওয়ার পথে বাঁধেরপাড় এলাকায় গাড়ি দুটিকে আটক করে তল্লাশি করতেই ব্যাগ ভর্তি বোমার হদিশ পায় পুলিশ। দুটি গাড়ির দুই চালক সহ গাড়িতে সওয়ার থাকা মোট আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মনোনয়নে গন্ডগোল পাকাতে ইন্দাসে গাড়িতে করে বোমা আনা হতে পারে এমন খবর গতকাল রাতেই পুলিশের কাছে পৌঁছায়।এরপরই সতর্ক করা হয় ইন্দাস থানার সবকটি নাকা পয়েন্টকে। আজ সকাল সাড়ে সাতটার আশপাশে দুটি গাড়ি পাটরাই এর দিক থেকে ইন্দাসের ফিকে যেতে দেখে সেগুলিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সেই সময়ই গাড়ি দুটির একটির মধ্যে থেকে এক ব্যাগ ভর্তি সুতলি বোমা মেলে। এরপরই গাড়ি দুটিকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে পুলিশ। আটক করা হয় দুটি গাড়িতে থাকা আটজনকে। পুলিশের দাবী ফোনে ফোনে বরাত পেয়ে বোমাগুলি ইন্দাসে আনা হচ্ছিল। কে বা কারা কেন এই বোমার বরাত দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দাবী ওই গাড়িগুলির একটিতে বিজেপির দলীয় পতাকা নিয়ে এক যাত্রী সওয়ার ছিল। বিজেপির দাবী গাড়িগুলিতে করে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে ইব্দাসের বিডিও অফিসে যাচ্ছিলেন। সেই সময় চক্রান্ত করে তৃণমূল গাড়িগুলিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিজেপির দাবী চক্রান্ত করে গাড়িগুলিতে বোমা রেখে তা উদ্ধারের নাটক করা হচ্ছে। তৃণমূল এই ঘটনার কড়া সমালোচনা করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct