আপনজন ডেস্ক: ইউরোপের দেশ জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে জনতার ভিড়ের মাঝে দ্রুতগতির গাড়ি ঢুকে পড়ার ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাড়ির ধাক্কায় ৮৩ বছর বয়সী নারী এবং ৫৪ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন।
বুধবার অ্যাশ ওয়েডনেস ডে। তার আগে জার্মানির বিভিন্ন শহরে একাধিক দিন ধরে উদযাপিত হচ্ছে কার্নিভাল। মানহাইমে কার্নিভালের মূল অনুষ্ঠান রবিবার হয়ে গেলেও সোমবারও তার রেশ ছিল। শহরের প্রাণকেন্দ্রে এখন রাস্তার ধারে দাঁড় করানো নানারকম দোকান।
রয়েছে ছোটদের খেলাধুলো করার সরঞ্জাম। রবিবারের মতো না হলেও সোমবারও সেখানে ভিড় হয়েছিল যথেষ্ট।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct