আপনজন ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে হারের পর খারাপ খবর ভারতীয় বোলার জসপ্রিত বুমরাহর জন্য। টেস্টে এক নম্বর বোলারের স্থান হাতছাড়া হল তাঁর। ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেন তিনি। শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-এ এখন বাংলাদেশের বিরুদ্ধে খেলছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ফর্মে থাকা ডানহাতি বোলার রাবাদা মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৯ উইকেট নেন। তাঁর ৩০০ উইকেট পূরণ হয়। মিরপুরের এই ম্যাচে ৯ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুনেতে দ্বিতীয় টেস্টে একটিও উইকেট নিতে পারেননি বুমরাহ। ফলে ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে এসেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় স্থানে ছিলেন। তিনিও জায়গা খুইয়েছেন। এখন তাঁর স্থান চতুর্থ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও রয়েছেন সেরা পাঁচ বোলারের মধ্যে।
আইসিসির সেরা ১০ বোলারের তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের স্পিনার বোমান আলি। সম্প্রতি রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করেন তিনি। ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম দাবিদার নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। টেস্ট বোলারদের তালিকায় ৩০ ধাপ লাফিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর সংগ্রহে রয়েছে ৪৫৮ পয়েন্ট। ভারতের বিরুদ্ধে পুণে টেস্টে ১৩ উইকেট নেন তিনি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ওপেনার যশস্বী জয়সওয়াল এক ধাপ উপরে উঠে এসেছেন। পুনেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০ এবং ৭৭ রান করেছিলেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে যশস্বীই র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন। তবে লোকসান হয়েছে ঋষভ পন্ত এবং বিরাট কোহলির। পন্ত ৫ ধাপ নেমে এখন রয়েছেন ১১তম। কোহলি ৬ ধাপ পিছিয়ে জায়গা পেয়েছেন ১৪ স্থানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct