সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পূর্ব রেলের শীর্ষ কর্তাদের সঙ্গে মুর্শিদাবাদের নসিপুর আজিমগঞ্জ রেলব্রিজ পরিদর্শনে যান বুধবার। ব্রিজে ঢোকার মুখে অধীর কে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয় বিজেপি। একসময় নিজের গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদের মাটিতেই গো ব্যাক স্লোগান শুনতে হলো অধীর কে।রেলব্রিজে ওঠার আগেই বিজেপি কর্মী সমর্থকেরা অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়ার সাথে কালো পতাকা দেখাতে থাকে। পাল্টা কংগ্রেস কর্মীরা অধীর চৌধুরী জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকে। ঘটনায় রীতিমতো রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয় নসিপুর রেল ব্রিজের সম্মুখে। সাংবাদিকরা অধীর চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কোন গরু-ছাগল কি করেছে আমার জানা নেই, আমি এখানে রাজনৈতিক নেতা হিসেবে নয়, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে এসেছিলাম। ১৯৯৯ সাল থেকে লড়াই করেছি, ট্রেন চালিয়ে তবেই ছাড়বো।’অন্যদিকে বিজেপি বিধায়ক গৌরী শংকর ঘোষের দাবি, ‘এক সময় অধীর বাবু রেল প্রতিমন্ত্রী ছিলেন, তখন ব্রিজ চালু করতে পারলেন না কেন? আর যদি এটা অফিস ট্যুর ছিল, তাহলে সঙ্গে কংগ্রেসের নেতাকর্মীরা কেন উপস্থিত ছিল? রাজনৈতিক ফায়দা তুলতে তিনি নসিপুর রেল ব্রিজ পরিদর্শনে এসেছেন’। এই বিষয়ে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর বলেন, এ আর খানের লড়াই এর ফসল এই রেলব্রিজ। এখানে রেল ব্রিজের প্রয়োজনীয়তা বুঝে মাননীয়া মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী থাকাকালীন রেলব্রিজের অনুমোদন দিয়েছিলেন।’২৯ শে ফেব্রুয়ারি অর্থাৎ আজ নসিপুর রেল ব্রীজের সিআরএস ইন্সপেকশন হওয়ার কথা, মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সম্ভবত উদ্বোধন হতে পারে এই রেল ব্রিজ। রেল ব্রিজের উদ্বোধন যত এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ তত বাড়ছে নসিপুর আজিমগঞ্জ রেলব্রিজকে ঘিরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct