নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া, আপনজন: উলুবেড়িয়া-১নং ব্লকের তপনা ও বহিরা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল ছোট আমশা গ্রামের কুলপাড়ার রাস্তার ৩০০ মিটারের মত অংশ ঢালাই না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছিল গ্রামবাসীদের।দুর্গাপুজোর মহা অষ্টমীর রাতে ওই এলাকার পুজা মণ্ডপ পরিদর্শনে যান এলাকার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পূর্ত,জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।সেখানেই মন্ত্রীর
কাছে রাস্তার বাকি অংশটুকু ঢালাইয়ের আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা।ওই এলাকায় দাঁড়িয়েই ফোন করেন বিডিও এইচ এম রিয়াজুল হক-কে।মন্ত্রীর নির্দেশ মোতাবেক এলাকা পরিদর্শন করেন বিডিও এইচ এম রিয়াজুল হক,উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,কর্মাধ্যক্ষ শেখ মুরাদ সহ ব্লক প্রশাসনের আধিকারিকগণ।
একমাসের মধ্যে রাস্তা তৈরীর প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী। আর মন্ত্রীর প্রতিশ্রুতি মত রাস্তাটি দ্রুত ঢালাই করল উলুবেড়িয়া-১নং ব্লক প্রশাসন। রাস্তাটি ঢালাই হওয়ায় খুশি সাধারণ মানুষ।এলাকার মানুষ মন্ত্রী পুলক রায়-কে ধন্যবাদ জ্ঞাপন জানিয়েছেন।ঢালাই রাস্তা প্রসঙ্গে বিডিও এইচ এম রিয়াজুল হক জানান,”মন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,কর্মাধ্যক্ষ শেখ মুরাদ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করি। এবং উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির নিজস্ব অর্থ ব্যায়ে দ্রুত ওই ঢালাই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct