সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ১৫ মাস পরে বিধানসভা নির্বাচন, তার আগে গোষ্ঠীদ্বন্দ মিটিয়ে সকলকে নিয়ে কাজ করার বার্তা সমীর চক্রবর্তীর। “পদ পেয়ে, টাকা করে, স্কর্পিও গাড়ি চড়ে ঘুরলেই নেতা হওয়া যায় না “ কর্মীদের স্মরণ করালেন সমীর চক্রবর্তী। হাতে আর মাত্র ১৫ মাস। তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেকথা স্মরণ করিয়ে বাঁকুড়ার কোতুলপুরে এবার দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে উঠেপড়ে লাগল তৃণমূল। দলের বিজয়া সম্মেলনে হাজির হয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সকলকে নিয়ে কাজ করার বার্তা দিয়ে তৃণমূলের রাজ্য নেতা সমীর চক্রবর্তী দলের পদাধিকারীদের উদ্যেশ্যে বললেন, দলে আজকে এসে পদ পেয়ে গেলাম, প্রচুর টাকার মালিক হয়ে গেলাম, স্কর্পিও গাড়ি চড়ে ঘুরে বেড়াবো তাহলে মানুষ কিন্তু প্রশ্ন করবেই। বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা একসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। ২০১১ সালে এই বিধানসভা যায় কংগ্রেসের হাতে। পরে কংগ্রেস বিধায়ক সৌমিত্র খাঁ তৃণমূলে যোগ দিলে ওই বিধানসভায় তৃণমূলের শক্ত সংগঠন গড়ে ওঠে। ২০১৪ সালের উপনির্বাচনে ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ওই বিধানসভায় পরপর দুবার তৃণমূল জয়ী হয়। কিন্তু ২০২১ সালে ফের পাশা বদলে ওই বিধানসভা যায় বিজেপির হাতে। পরে বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার দল বদলে তৃণমূলে যোগ দিলেও ২০২৪ সালের লোকসভা ভোটে ওই বিধানসভায় ফের এগিয়ে যায় বিজেপি। একের পর এক হারের জন্য তৃণমূল দায়ী করে দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct