সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: প্রায় দু’শো কোটি টাকা বকেয়া! গত আগষ্ট মাস থেকে বরাদ্দকৃত বকেয়া অর্থ মেলেনি- দাবি করে ‘রুটি রুজির লড়াইকে সুরক্ষিত করতে ঐক্যবদ্ধ লড়াই’য়ের ডাক দিয়ে অল বেঙ্গল পি.এইচ.ই কনট্রাক্টর্স অ্যাসোসিয়েশানের আহ্বানে আন্দোলনে নামল বাঁকুড়া ডিষ্ট্রিক্ট পি.এইচ.ই (সিভিল) কনট্রাক্টর্স অ্যাসোসিয়েশান। বুধবার ওই সংগঠনের সদস্যরা জেলা জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের নির্বাহী বাস্তুকারের দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখান। পরে সেখান থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছে সেখানেও বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন। বাঁকুড়া জেলায় জল জীবন মিশন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরে বিক্ষোভে ফেটে পড়লেন ঠিকাদারেরা। বিক্ষোভকারীদের দাবী আগষ্ট মাস থেকে বরাত পাওয়া কাজের কোনো টাকা মিলছে না। অন্যদিকে কাজ চালিয়ে যাওয়ার জন্য দফতরের তরফে প্রবল চাপ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁরা নিরুপায়।
খোদ মুখ্যমন্ত্রীর রোষের মুখেও পড়তে হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে। কিন্তু বাস্তবে গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছানোর জল জীবন মিশন প্রকল্পে মাসের পর মাস বকেয়া পড়ে রয়েছে কোটি কোটি টাকা। ঠিকাদারদের বকেয়া সেই টাকা না দেওয়া হলে এবার প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বাঁকুড়ার জনস্বাস্থ্য কারিগরি দফতরে বিক্ষোভে ফেটে পড়লেন ঠিকাদারদের একাংশ। তাঁদের দাবী সব মিলিয়ে বকেয়ার অঙ্ক প্রায় একশো কোটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct